॥ মহসীন শেখ, কক্সবাজার॥
কক্সবাজার শহরে স্বামীর নির্যাতনে নয়ন মনি দাশ (২৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। পুলিশ আটক করেছে অভিযুক্ত স্বামী অলক দাশকে। সোমবার ভোর রাতে শহরের বাজারঘাটার বাসায় নির্যাতন চালিয়ে স্ত্রীকে খুন করে ওই পাষন্ড স্বামী। সোমবার বেলা ১১ টায় কক্সবাজার সদর থানা পুলিশ ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত গৃহবধূ নয়ন মনি দাশ চট্টগ্রাম জেলার লোহাগাড়া পদুয়া এলাকার মৃত হরিপদ দাশের মেয়ে এবং স্বামী অলক দাশ সাতকানিয়া এলাকার মৃত হৃদয় দাশের পুত্র। নিহতের ভাই কেলন দাশ জানিয়েছেন, ২০০০ সালের দিকে বিয়ের পর থেকে তারা কক্সবাজার শহরের বাজার ঘাটায় নিজ বাড়িতে বসবাস করে আসছে। তাদের সংসারে ২ কন্যা সন্তানও রয়েছে। গত ২ মাস ধরে তার বোনকে স্বামী, ও ননদরা নির্যাতন করে আসছে। এতে অতিষ্ট হয়ে নয়ন মনি এক মাস আগে স্বামীর ঘর থেকে পালিয়ে যায়। পরে সামাজিক ভাবে মিমাংসা করে স্বামীর ঘরে নিয়ে যায় তার বোনকে। ৫/৬ দিন পূর্বেও তাকে তার স্বামী শারীরিক নির্যাতন করেছে বলে জানা গেছে। সর্বশেষ সোমবার ভোর রাতে পরিকল্পিত ভাবে তার বোন নয়ন মনিকে খুন করেছে তার পাষন্ড স্বামী অলক।
কক্সবাজার শহরে স্বামীর নির্যাতনে নয়ন মনি দাশ (২৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। পুলিশ আটক করেছে অভিযুক্ত স্বামী অলক দাশকে। সোমবার ভোর রাতে শহরের বাজারঘাটার বাসায় নির্যাতন চালিয়ে স্ত্রীকে খুন করে ওই পাষন্ড স্বামী। সোমবার বেলা ১১ টায় কক্সবাজার সদর থানা পুলিশ ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত গৃহবধূ নয়ন মনি দাশ চট্টগ্রাম জেলার লোহাগাড়া পদুয়া এলাকার মৃত হরিপদ দাশের মেয়ে এবং স্বামী অলক দাশ সাতকানিয়া এলাকার মৃত হৃদয় দাশের পুত্র। নিহতের ভাই কেলন দাশ জানিয়েছেন, ২০০০ সালের দিকে বিয়ের পর থেকে তারা কক্সবাজার শহরের বাজার ঘাটায় নিজ বাড়িতে বসবাস করে আসছে। তাদের সংসারে ২ কন্যা সন্তানও রয়েছে। গত ২ মাস ধরে তার বোনকে স্বামী, ও ননদরা নির্যাতন করে আসছে। এতে অতিষ্ট হয়ে নয়ন মনি এক মাস আগে স্বামীর ঘর থেকে পালিয়ে যায়। পরে সামাজিক ভাবে মিমাংসা করে স্বামীর ঘরে নিয়ে যায় তার বোনকে। ৫/৬ দিন পূর্বেও তাকে তার স্বামী শারীরিক নির্যাতন করেছে বলে জানা গেছে। সর্বশেষ সোমবার ভোর রাতে পরিকল্পিত ভাবে তার বোন নয়ন মনিকে খুন করেছে তার পাষন্ড স্বামী অলক।