॥প্রেস বিজ্ঞপ্তি ॥
নিজেদের অস্তিত্বের স্বার্থে সব মান-অভিমান ভুলে গিয়ে আমাদের একতাবদ্ধ হতে হবে। একতাবদ্ধ থাকতে পারলেই পূর্বসূরিদের রেখে যাওয়া সামাজিক ও ধর্মীয় সম্পত্তিগুলো আমরা রা করতে পারব এবং সাংস্কৃতিক ঐতিহ্যগুলো ধরে রাখতে সম হব। অন্যথায় আমরা সর্বহারায় পরিণত হব।'
'রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন'-এর রামু শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তারা উপরের কথাগুলো বলেন। গতকাল ২৬ মার্চ রামু সদরের উত্তর শ্রীকুলস্থ 'শাদা ছিং'-এ শাখা কমিটির আহ্বায়ক থোই ম্রা গ্য-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি উ মং টিং। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মং ক্য জ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি যথাক্রমে মং ছেন লা এবং মং ক্য, অর্থ সম্পাদক উ থৈন ছা, তথ্য-প্রচার ও প্রকাশনা সম্পাদক মং হা প্রু পিন্টু এবং দফতর সম্পাদক ঞি বু। সভায় এ ছাড়া রামু শাখার প থেকে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য-সচিব ভা সাং, সাধারণ সদস্য যথাক্রমে অং মং, ভা রী, মং ক্য উ, ক্য চিং উ, মং মং, খিং মং, উ থোই য়াইং প্রমুখ।
পরে উপস্থিত সর্বসম্মতিক্রমে উ থোই য়াইং এবং খিং মং-কে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে রামু শাখার নয়-সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত শাখা কমিটির অন্যরা হলেন মং মং (সহ-সভাপতি), আ প্রু রী (সহ-সাধারণ সম্পাদক), হা রী (কোষাধ্য), উ থোই য়াইং (সাংগঠনিক সম্পাদক), টিন টিন হা (নার্বাহী সদস্য), হা ওয়ে (নির্বাহী সদস্য) এবং আ বু মং (নির্বাহী সদস্য)। সভায় এ ছাড়া মং ক্য উ-কে প্রধান উপদেষ্টা করে রামু শাখার পাঁচ-সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পর্ষদও গঠন করা হয়। উপদেষ্টা পর্ষদের অন্যরা হলেন ভা রী, ক্য চিং উ, থোই ম্রা গ্য এবং ঞো জেন।
নিজেদের অস্তিত্বের স্বার্থে সব মান-অভিমান ভুলে গিয়ে আমাদের একতাবদ্ধ হতে হবে। একতাবদ্ধ থাকতে পারলেই পূর্বসূরিদের রেখে যাওয়া সামাজিক ও ধর্মীয় সম্পত্তিগুলো আমরা রা করতে পারব এবং সাংস্কৃতিক ঐতিহ্যগুলো ধরে রাখতে সম হব। অন্যথায় আমরা সর্বহারায় পরিণত হব।'
'রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন'-এর রামু শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তারা উপরের কথাগুলো বলেন। গতকাল ২৬ মার্চ রামু সদরের উত্তর শ্রীকুলস্থ 'শাদা ছিং'-এ শাখা কমিটির আহ্বায়ক থোই ম্রা গ্য-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি উ মং টিং। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মং ক্য জ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি যথাক্রমে মং ছেন লা এবং মং ক্য, অর্থ সম্পাদক উ থৈন ছা, তথ্য-প্রচার ও প্রকাশনা সম্পাদক মং হা প্রু পিন্টু এবং দফতর সম্পাদক ঞি বু। সভায় এ ছাড়া রামু শাখার প থেকে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য-সচিব ভা সাং, সাধারণ সদস্য যথাক্রমে অং মং, ভা রী, মং ক্য উ, ক্য চিং উ, মং মং, খিং মং, উ থোই য়াইং প্রমুখ।
পরে উপস্থিত সর্বসম্মতিক্রমে উ থোই য়াইং এবং খিং মং-কে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে রামু শাখার নয়-সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত শাখা কমিটির অন্যরা হলেন মং মং (সহ-সভাপতি), আ প্রু রী (সহ-সাধারণ সম্পাদক), হা রী (কোষাধ্য), উ থোই য়াইং (সাংগঠনিক সম্পাদক), টিন টিন হা (নার্বাহী সদস্য), হা ওয়ে (নির্বাহী সদস্য) এবং আ বু মং (নির্বাহী সদস্য)। সভায় এ ছাড়া মং ক্য উ-কে প্রধান উপদেষ্টা করে রামু শাখার পাঁচ-সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পর্ষদও গঠন করা হয়। উপদেষ্টা পর্ষদের অন্যরা হলেন ভা রী, ক্য চিং উ, থোই ম্রা গ্য এবং ঞো জেন।