সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

ঈদগাঁওতে খালে ডুবে ২ স্কুল ছাত্রী নিহত


মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে খালের পানিতে ডুবে ২ স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কালিরছড়া শিয়াপাড়া সংলগ্ন চিয়নছড়া খালে ১২ ফেব্র“য়ারী গোসল করতে গেলে ঘটনাটি ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগাঁও কালিরছড়া শিয়াপাড়ার কৃষক আলী হোছেন ও বদিউজ্জামানের স্কুল পড়–য়া কিশোরী মেয়ে জোসনা আক্তার (৯) এবং উম্মে সালমা (৯) রোববার দুপুরে তাদের বসত বাড়ীর অদূরে চাইল্যা তলীর ধানক্ষেতে কাজ করতে যায়। কাজ শেষে বাড়ীতে ফিরে আসার সময় তারা স্থানীয় চিয়নছড়া খালের পানিতে গোসল করতে নামলে পানিতে ডুবে তারা মারা যায়। ১৫/২০মিনিট পর গোসল করতে আসা অন্যান্যরা এ অবস্থা দেখে চিৎকার দেয়। তখন পার্শ্ববর্তী ধান ক্ষেতের লোকজন দ্রুত এসে কিশোরীদ্বয়কে উদ্ধার করেন। নিহতরা কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাক্রমে ৩য় ও ৪র্থ শ্রেণীর ছাত্রী এবং শিয়াপাড়ায় একই টিলাই পাশাপাশি বসবাসরত। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের টু আইসি মোঃ আনোয়ারুল হক নিহতদের বাড়ীতে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। স্থানীয় মেম্বার ছফুর আলম ঘটনার সত্যতা স্বীকার করেন। গ্রামবাসীরা জানান, চাষাবাদের সুবিধার্থে চিয়নছড়া খালে বাঁধ (গোঁদা) তৈরি করে জমানো পানি পার্শ্ববর্তী ধান ক্ষেতে পানি সেচন করা হত এবং খালটির পানির গভীরতা মাথা সম পরিমাণ। কেউ কেউ ধারণা করছেন, কিশোরী ২টিকে খালে ডালি নিয়েছে অথবা সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...