শুক্রবার, ২ মার্চ, ২০১২

রামুর প্রথম অনলাইন পত্রিকার মতবিনিময় সভায় বক্তারা, ইতিহাস, ঐতিহ্য ও পূরাকীর্তি বিশ্বময় ছড়িয়ে দিতে রামু নিউজ ডটকম গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে


॥আল মাহমুদ ভূট্টো ॥ 
কক্সবাজারের রামু থেকে প্রকাশিত প্রথম অনলাইন পত্রিকা রামু নিউজ ডটকমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ মার্চ বৃহষ্পতিবার বিকালে রামু প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রামু নিউজ ডটকমের প্রধান সম্পাদক ও রামু প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নীতিশ বড়ুয়া। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রামু নিউজ ডটকমের প্রকাশক ও সম্পাদক মিজানুল হক। বার্তা সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রামু নিউজ ডটকম নামে প্রকাশিত কক্সবাজারের প্রাচীন জনপদ রামুর প্রথম অনলাইন পত্রিকার উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বক্তারা এর উত্তরোত্তর সমৃদ্ধি কমনা করেন এবং রামুর ইতিহাস, ঐতিহ্য ও পূরাকীর্তিসহ মুহুর্তেই প্রতিমুহুর্তের খবর বিশ্বময় ছড়িয়ে দিতে রামু নিউজ ডটকম গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রামুর সম্মান ক্ষুন্ন হয় এমন সংবাদ পরিবেশনে বিরত থাকার আহবান জানিয়ে তাঁরা পত্রিকা প্রকাশ নিয়ে বিভ্রান্ত সৃষ্টিকারীদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানান। মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালী, আজীবন সদস্য এম সুলতান আহমদ মনিরী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মোহাম্মদ হোসেন, সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়–য়া, রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, বোধিরতœ পত্রিকার প্রধান সম্পাদক দুলাল  বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সহ-সভাপতি এইচ বি পান্থ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এম এ মামুন, মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সংবাদকর্মী ও ব্যাংকার মোঃ জামাল হোসেন প্রমুখ।    
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভূট্টো, হাসান তারেক মুকিম, আবুল কাশেম, এম সেলিম, অর্পন  বড়ুয়া, মোঃ নাছির উদ্দিন, শাহ আলম, আহমদ ছৈয়দ ফরমান, আবুল কাশেম সাগর, আবু বকর ছিদ্দিক, রামু নিউজ ডটকম এর প্রযুক্তি বিভাগের প্রধান অতনু শর্মা, রামু নিউজ ডটকম এর শুভাকাংখি মঈন উদ্দিন কাদেরী, ওমর ফারুক মাসুম, ইমরান। সভায় কক্সবাজার অনলাইন নিউজ এসোসিয়েশনের সদস্য পদ লাভ করায় রামু নিউজ ডটকম পরিবারকে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ অভিনন্দন জানান। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজী এম আব্দুল্লাহ আল মামুন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...