শুক্রবার, ২ মার্চ, ২০১২

নিজের মৃত্যুর সংবাদ পেলেন মি. বিন!

॥রামু নিউজ ডেস্ক॥  ‘মি. বিন’ খ্যাত রোয়ান অ্যাটকিনসন আর নেই। এমন একটি টুইটের মধ্য দিয়েই পুরো ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে মি. বিনের মৃত্যুর সংবাদ। ঘণ্টাখানেকের মধ্যেই ‘অফিসিয়ালি’ মৃত ঘোষণা করা হয় রোয়ান অ্যাটকিনসনকে। এমনকি ভার্চুয়াল তথ্যকোষ ‘উইকিপিডিয়া’তেও মি. বিনের মৃত্যুর তারিখ ২৬ ফেব্রুয়ারি-২০১২ উল্লেখ করে তার পেইজটি আপডেট করা হয়। এরপর টুইটার, ফেসবুক, গুগলসহ সব জায়গায়ই মি. বিনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে ভাইরাসের মতো। দুই ঘণ্টার মধ্যে ১০ হাজার টুইটারবাসী মি. বিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন। পরে অবশ্য ‘ডেইলি মেইল’-এর একজন সাংবাদিক এই গুজব উড়িয়ে দিয়ে বলেন, ‘এই মৃত্যুর সংবাদটি একটি গুজব। এটা কেউ সিরিয়াসভাবে নিও না।’ ‘ডেইলি মেইল’-এর পক্ষ থেকে তিনি আরো জানান, ‘এই গুজবের সূত্রপাতটা হয়েছে ফিলিপাইন থেকে। জীবিত মি. বিন হয়তো নিজের মৃত্যুর খবর শুনে বিস্মিতই হয়েছেন বটে!

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...