রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

ঈদগাঁওতে ইভটিজিংয়ের অপরাধে এক বখাটের ৩ মাসের সাজা


আজাদ নাসরিন প্রীতি;;সদর উপজেলার ঈদগাঁওতে ইভটিজিং করার অপরাধে এক বখাটের ৩ মাসের সাজা হয়েছে। ঈদগাঁও’র মেহের ঘোনা শাহা জব্বারিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রী কে একই এলাকার নুর ছিদ্দিক প্রকাশ পাখিঁ মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায়শ উত্তক্ত করত। এঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলে তিনি এ ঘটনা তদন্তের জন্য ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল কে দায়িত্ব দেয়। তিনি উভয় পক্ষকে নোটিশ পাঠিয়ে উপস্থিত করান। এক পর্যায়ে ঘটনা সত্যতা প্রমান হলে সদর ইউ এন ও বরাবর প্রতিবেদন পাঠান। এ প্রেক্ষিতে গত ২৪ ফেব্র“য়ারী সদর ইউএনও উক্ত বখাটে যুবককে ৩ মাসের সাজা প্রদান করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...