রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

রামুতে আর্মি ক্যাম্পের পাশে ডাকাতি ॥ ওসি বললেন বোখাজ


রামু নিউজ রিপোর্ট : কক্সবাজারের রামু-মরিচ্যা সড়কের আর্মি ক্যাম্পের ৩০০ মিটার দক্ষিনে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০/১২ জনের মুখোশ পরা ডাকাতদল আর্মি ক্যাম্পের দক্ষিন পাশের ব্রীজে ব্যারিকেড দিয়ে টেক্সী, ও মটর সাইকেল থামিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয়। এসময় ডাকাতরা পিটিয়ে ৬ জনকে রক্তাক্ত করে ১০ টি মোবাইল ফোন নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। ডাকাতের কবল থেকে উদ্ধার পাওয়া বেসরকারী সংস্থার এক কর্মকর্তা রক্তাক্ত অবস্থায় এসে রামু নিউজ ডটকমের অফিসে সাংবাদিকদের জানান, গতকাল ২৬ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রামু-মরিচ্যা সড়কের বক্তারের ঝিরি এলাকার ব্রীজে পৌঁছেই তিনি ডাকাতের কবলে পড়েন। এসময় ডাকাতরা যাত্রীবাহী ৩টি সিএজি টেক্সী ও ৫টি মটর সাইকেল থামিয়ে যাত্রীদের মারধর করে প্রায় ১০টি মোবাইল ফোন সেট লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। ওই কর্মকর্তার কাছ থেকেও ডাকাতরা একটি মোবাইল ফোনসেট ও নগদ আটার হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাতরা লুটপাট চালিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে পড়ে। এব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে নজিবুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে পার্শ্বেই অবস্থান করা পুলিশের টহলদল ঘটনাস্থলে পৌঁছায়। ওই স্থানে কোন প্রকার ডাকাতি হয়নি বলে জানান। এঘটনাকে তিনি বোখাজ বলে অবহিত করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...