বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

রামুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

॥ খালেদ শহীদ ॥
নারীর মতায়ন ও নারী অধিকারের েেত্র আমাদের দেশের অর্জনকে একেবারে নগন্য করে দেখার সুযোগ নেই। রাজনীতি ও শিায় অনেক দূর এগিয়ে গেছে আমাদের দেশের নারীরা। কিন্তু বর্তমান বিশ্বের নারী সমাজের দিকে তাকালে বাংলাদেশের নারীরা এখনো বহু পিছিয়ে। এ দেশে নারীরা আজো মুক্তির কাংখিত মাত্রা অর্জন করতে পারেনি। অজ্ঞতা ও অশিার কারণে শারীরিক, মানসিক নির্যাতন, সামাজিক কুসংস্কারের শিকার হচ্ছে পদে পদে এ দেশের নারীরা। এ চিত্র গ্রামাঞ্চলে আরো করুণ। তাই নারীদেরকেই এ ব্যাপারে সচেতন হতে হবে। নারী হিসেবে অবজ্ঞা নয়, নারীর অধিকার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। কক্সবাজারের রামুতে আন্তর্জাতিক নারী দিবস উপলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার (৮ মার্চ) ‘কিশোরী, তরুণী, বালিকা মিলাও হাত গড়ে তোলো সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে ধারন করে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালী রামুর বিভিন্ন সড়ক প্রদনি করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী। উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা মো. শওকত হোসেনের সভাপতিত্বে, সমবায় কর্মকর্তা এম এ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন মো. ইউসূফ, সূর্যের হাসি কিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন, ব্র্যাক ওয়াস প্রোগ্রামের ম্যানেজার জাহাঙ্গীর আলম, এমইউপি সোনিয়া বড়–য়া, কর্মজীবি জাগরনী মহিলা সমিতির সভানেত্রী বেবী ইয়াছমিন, জাগোনারী উন্নয়ন সংস্থার পরিচালক শিউলী শর্মা। রামু উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত র‌্যালী ও আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা, জন প্রতিনিধি, নারী সংগঠন ও এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...