বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

বিয়ে অনুষ্ঠানে বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক॥
  ঈদগাঁও হাজী নূর-এ কমিউনিটি সেন্টার এ ৭ মার্চ বিয়ে অনুষ্ঠানে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে স্কুল ছাত্রী। অন্যদিকে বিয়ে অনুষ্ঠানটি পন্ড হয়ে গেছে। অসংরক্ষিত ভাবে কমিউনিটি সেন্টারটি নির্মিত হওয়ায় এ অবস্থা হয়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ৭ মার্চ ঈদগাঁও মেহেরঘোনা হাজী নূর-এ কমিউনিটি সেন্টারে বিয়ের একটি অনুষ্ঠান ছিল। উক্ত অনুষ্ঠান দেখতে এসে লাশ হয়ে ফিরলো স্থানীয় স্কুল ছাত্রী পান্না কাইছার (১০)। নিহত কিশোরী ফয়েজ আহমদের কন্যা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫ টার দিকে কিশোরিটি বিয়ে অনুষ্ঠানে এসে কমিউনিটি সেন্টার সংলগ্ন নির্মাণাধীন ভবনের ১ম
তলার ছাদে অন্যান্যদের সাথে খেলা করছিল। হঠাৎ সে ছাদ থেকে পড়ে ১১ হাজার ভোল্টেজ সরবারহকৃত তারের উপর পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কমিউনিটি সেন্টার থেকে উক্ত ভোল্টেজের দুরত্ব ছিল মাত্র ৫ গজ। সংঘটিত ঘটনায় বিয়ে অনুষ্ঠানটি পন্ড হয়ে যায় এবং কমিউনিটি সেন্টার লোক শূন্য হয়ে পড়ে। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশের আইসি ও টু আইসি ঘটনাস্থলে গিয়ে নিহতকে উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পুলিশ জানায়,মহাসড়কের মাদ্রাসা সম্মুখস্থ ঝুঁকিপূর্ণ স্থানে এ কমিউনিটি সেন্টারটি স্থাপন করা হয়েছে। ছাত্র-ছাত্রী এবং বিয়ে অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য সেন্টারটি খুবই ঝূঁকিপূর্ণ। অন্যদিকে কমিউনিটি সেন্টার সংলগ্ন ৫ গজের মধ্যে রয়েছে অসংরক্ষিত ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার সরবরাহ ব্যবস্থাপনা। সেন্টারটির মালিক জনৈক নুরুল আলম। স্থানীয় পল্লী বিদ্যুতের এরিয়া অফিস থেকে এমনতর ঝূকিপূর্ণ স্থানে কমিউনিটি সেন্টার স্থাপন না করতে তাকে বহুবার পত্র দেয়া হয়েছিল বলে জানান পল্লীবিদ্যুতের এরিয়া অফিস ইনচার্জ রুবেল।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...