বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

মহেশখালী রাখাইন বাড়ীতে দুর্বৃত্তদের আগুন: পুলিশ সুপারের সরজমিনে পরিদর্শন

॥এম.ছালামত উল্লাহ মহেশখালী॥
কক্সবাজারের মহেশখালীর রাখাইন পল্লীতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে ৩টি বাড়ী পুড়িয়ে দেওয়ার ঘটনাস্থল গত ৭ মার্চ সকালে কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর পরিদর্শন করেছেন । এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক ও রাখাইন সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলেন। তিনি এ মামলার আসামীদের গ্রেফতার করতে মহেশখালী থানার ওসি রনজিত কুমারকে নির্দেশ
দেন। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়া, রাখাইন নেতা ও দৈনিক সমুদ্রবার্তার সম্পাদক ক্যাথিন অং উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর,পৌর মেয়র মকসুদ মিয়া ও ওসি রনজিত কুমার আর্থিক অনুদ্না প্রদান করে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে রাখাইন সম্প্রদায়ের মধ্যে ঢাকা,চট্টগ্রাম ও মহেশখালীতে মান্ববন্ধন ও প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে।
গত ৫ মার্চ মহেশখালী উপজেলার ছাট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলার ছোট্ট রাখাইন পল্লী এলাকায় ভূমি দখল সংক্রান্ত বিরোধের জের ধরে ৩টি বাড়ী পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। এ সময় প্রায় ৫ লক্ষ টাকার নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়। এদিকে এ ঘটনায় গত ৬ মার্চ মহেশখালী থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা  হয়েছে।
মহেশখালী থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, আসামীদের গ্রেফতারের বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...