রবিবার, ৪ মার্চ, ২০১২

রামুতে হীরক জয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে

॥প্রজ্ঞানন্দ শ্রামণ॥
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, মায়ানমা সরকার কর্তৃক অ¹মহাসদ্ধজোতিকধজ অভিধায় অভিসিক্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংঘ পুরোধা, বহু ধর্মীয় গ্রন্থ প্রণেতা, কক্সবাজার জেলার আঞ্চলিক সংঘনায়ক রামু সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে চলছে। এদিকে বিশাল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতি, ধর্ম নির্বিশেষে সর্বস্থরের মানুষের মাঝে অত্যধিক প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানের মূল প্যান্ডেলের
কাজ চলছে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। অতিথি আপ্যায়নের প্যান্ডেল হচ্ছে সীমা বিহারের মাঠে। এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অলংকরণের কাজ জলছে। বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অনুমান করছেন আয়োজনের পরিধির বিচারে এ যাবৎ কালে রামুতে এত বিশাল অনুষ্ঠান আর কখনো হতে দেখা যায় নি। অনুষ্ঠানের প্রচারণা ব্যাপক হওয়ায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকের সমাগম হওয়ার সম্ভাবনা প্রত্যাশা করা হচ্ছে। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে উদ্যাপন পরিষদের সভাপতি ভদন্ত প্রিয়রত্ন থের বলেন, গত দুই এক দিনের বৈরী আবহাওয়ার কারণে আমরা একটু হতাশ হলেও বর্তমান বৈরী ভাব কেটে উঠায় আমরা এখন আমেজ ঘন পরিবেশে অনুষ্ঠান উদ্যাপন উপলক্ষে সর্বোত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা পেলে আমরা আশা করছি সবাইকে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারব। উল্লেখ্য, আগামী ৮ ও ৯ মার্চ দুইদিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে হীরক জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হবে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...