রবিবার, ৪ মার্চ, ২০১২

কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ’র সাময়িকী ‘সাহিত্য দর্শন’ এর মোড়ক উন্মোচনে ড. খালিদ হোসেন সাময়িকীটি কক্সবাজারের সাহিত্য-সাংবাদিকতা জগতে নতুন মাত্রা যোগ করেছে

॥রামু নিউজ রিপোর্ট॥
মাসিক আত্-তাওহীদ সম্পাদক ও চট্টগ্রাম ওমরগণী এম,ই,এস কলেজের অধ্যাপক ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন- সাহিত্যকে অবলম্বন করে ইসলামী ভাবাদর্শ বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। এই মহৎ প্রয়াসে অন্যান্যদের সাথে মেধাবী আলেমদের এগিয়ে আসতে হবে। সাহিত্য আদর্শ প্রচারের শক্তিশালী বাহন। সাহিত্য চর্চা ছেড়ে দিলে মূল স্রোতধারা হতে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। নজরুল ইসলাম, ফররুখ আহমদ, তালিম
হোসেনসহ ইসলামী ভাবধারার কবি ও সাহিত্যিকদের রচনা আরবী, ফার্সী, উর্দূ ও ইংরেজী ভাষায় অনুবাদের ব্যবস্থা করা সময়ের অপরিহার্য দাবী। এতে করে বাংলাদেশের কবি-সাহিত্যিকদের রচনা সম্ভারের সাথে বিশ্বের সাহিত্যামুদীগণ পরিচিত হওয়ার সুযোগ লাভ করবেন। তিনি গতকাল ৪ মার্চ, রবিবার কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ সাময়িকী ‘সাহিত্য দর্শন’ এর সূচনা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন- ‘সাহিত্য দর্শন’ কক্সবাজারের সাহিত্য-সাংবাদিকতা জগতে নতুন মাত্রা যোগ করেছে। ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের এই প্রয়াসের ফলে মাতৃভাষার উৎকর্ষ সাধন ও সুস্থ ধারার সাহিত্য-সংস্কৃতির চর্চা আরো বেগবান হবে।
কক্সবাজার শহীদ সরণীস্থ হোটেল কোহিনুর মিলনায়তনে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কক্সবাজার সাহিত্য ও ইসলামী গবেষণা পরিষদের সভাপতি ও সাহিত্য দর্শনের প্রধান সম্পাদক মাওলানা আবদুচ্ছালাম কুদ্ছী। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন- মাওলানা হাফেজ দেলোয়ার হোছাইন। স্বাগত বক্তব্য রাখেন- পরিষদের সাধারণ সম্পাদক ও ‘সাহিত্য দর্শন’ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘সাহিত্য দর্শন’র নির্বাহী সম্পাদক মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, পরিষদের উপদেষ্টা ও চকরিয়া বালাগুল মুবিন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি এনামুল হক, কক্সবাজার পি,টি,আই এর সাবেক সুপার, শিক্ষাবিদ মুহাম্মদ নাছির উদ্দিন, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব, লেখক ও প্রাবন্ধিক আখতারুল আলম, বাংলাদেশ মানবাধিকার সংস্থা কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এড. হোছাইন আহমদ আনছারী, বিশিষ্ট লেখক এড. আমির হোছাইন, দৈনিক আমার দেশ এর কক্সবাজার জেলা প্রতিনিধি আনছার হোসেন, রামু প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম সেলিম, এড. এনামুল হক সিকদার, এরশাদুল হক আরমান, মাওলানা আজিজুল হক, পরিষদের নির্বাহী সদস্য আহমদ ছৈয়দ ফরমান, রামু লেখক ফোরামের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সংবাদকর্মী গোলাম মওলা, মাষ্টার ছলিম উল্লাহ প্রমূখ।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...