রবিবার, ৪ মার্চ, ২০১২

রামুতে যুবলীগ নেতা হত্যা ও অবৈধ ট্যাক্স আদায়ের ঘটনায় সাবেক ছাত্রনেতা, আমেরিকা প্রবাসী আবু কায়ছারের বিবৃতি

॥ রামু নিউজ ডেস্ক ॥
কক্সবাজারের রামু উপজেলায় যুবলীগ নেতা ওসমান সরওয়ার আলম এর হত্যাকারীদের গ্রেফতার ও গর্জনীয়া- কচ্ছপিয়া এলাকায় উৎপাদিত পণ্যের উপর অবৈধ ট্যাক্স আদায় বন্ধের দাবী জানিয়েছেন কক্সবাজার জেলার রামুর সাবেক ছাত্রনেতা, আমেরিকা প্রবাসী আবু কায়ছার। এক বিবৃতি তিনি রামু উপজেলার আইন শৃংখলার অবনতির
কথা উল্ল্যেখ করে বলেন, ওসমান সরওয়ার আলমের উপর হামলার তিন সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ একজন আসামীকেও প্রেফতার করতে পারলনা। রামুতে এধরনে খুনের ঘটনা একের পর এক ঘটতে থাকায় বিদেশে রামুর সম্মান ক্ষুন্ন হচ্ছে।  অপর দিকে উৎপাদিত পণ্যের উপর একবার ট্যাক্স দেওয়ার পর অবৈধ ভাবে পুনরায় ট্যাক্স আদায় করাকে এক প্রকার চাদাঁবাজি উল্ল্যেখ করে তিনি এসব বন্ধ করতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...