রবিবার, ৪ মার্চ, ২০১২

সাংবাদিক সুনীল বড়ুয়ার পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

॥রামু নিউজ রিপোর্ট॥
দৈনিক কক্সবাজার এর বিশেষ প্রতিবেদক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর রামু প্রতিনিধি সাংস্কৃতিক কর্মী সুনীল বড়ুয়ার পিতা বীরেন্দ্র বড়ুয়ার মৃত্যুতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। রামু নিউজ ওয়াড এন্টারপ্রাইজের সত্তাধিকারী অধ্যাপক রফিকুল আলম, রামু আমিন এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোহাম্মদ হোসাইন সানী, রামু সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি বশিরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী পুলক বড়ুযা।
॥ রামু নিউজ ডটকম ॥
রামুর প্রথম অনলাইন সংবাদপ্রত্র রামু নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নীতিশ বড়ুয়া, প্রকাশক ও সম্পাদক মিজানুল হক, বার্তা সম্পাদক সোয়েব সাঈদ ও রামু নিউজ ডটকম পরিবারের সকল সদস্যবৃন্দ।
॥ দি লার্নার্স হোম পাঠাগার ॥
রামু উপজেলা ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠন দি লার্নার্স হোমের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক সাজ্জাদ সরওয়ার, সহ-সভাপতি আলী মুর্তজা হাসান, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ জোহেল, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হুমায়ন কবির, কার্যকরী সদস্য ইশতিয়াক বুলবুল তারেক ও ইয়াছির আরাফাত সহ সকল সদস্যবৃন্দ।
॥ সমস্বর ॥
রামুর নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর-এর পরিচালক কবি আশীষ কুমার, নির্বাহী পরিচালক মাষ্টার মোহাম্মদ আলম, গোলাম কবির মেম্বার, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, আবুল কাশেম, নুর মোহাম্মদ, বাবুল বড়ুয়া, মুবিনুল হক,  সোয়েব সাঈদ, আব্দুর রহিম, আল মাহমুদ ভূট্টো, ছৈয়দ আলম, মীর কাশেম, উর্মি বড়ুয়া, মোহনা সোলতানা রুমি, রুজি আকতার, বদিউল আলম, সরওয়ার, শান্তা বড়ুয়া প্রমূখ। 
॥ প্রজন্ম’৯৫ রামু ॥
বদিউল আলম পাভেল, গোলাম মোস্তফা, ফয়সাল ওবাইদ রুমেল, অ্যাডভোকেট রেজাউল করিম কাজল, প্রকৌশলী সাইফুদ্দিন, রেজাউল আমিন মোর্শেদ, সিরাজুল হক, সুহাস চক্রবর্তী, পিপলু বড়ুয়া কমল, রনজিত বড়ুয়া, এমবি সাত্তার, বিপুল বড়ুয়া, কবি আমিন নান্নু, ডাঃ শফিকুল  ইসলাম, নজিবুল আলম, সাকিল উদ্দিন জীবন, বেদারুল আলম, উদয়ন ধর, সরওয়ার আলম,  নুরুল্লাহ আল মামুন, জয়শ্রী বড়ুয়া, রেহেনা  আকতার, কনিকা বড়ুয়া, মনিকা বড়ুয়া, আছিং রাখাইন, লাথোইমং রাখাইন প্রমূখ।
॥ এসএসসি ৯৯ ব্যাচ ॥
রামু উপজেলার এসএসসি ৯৯ ব্যাচের সংগঠন ফরএভার নাইনটি নাইন এর সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের সহকারী সচিব ও সাবেক সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নান, সোয়েব সাঈদ, আল মাহমুদ ভূট্টো ও আবুল কাশেম, জামাল হোসেন, শিক্ষক মোঃ কামাল, নুরুল আবছার, জহির আলা উদ্দিন, সালাহ উদ্দিন, সুমথ বড়ুয়া, ফিরোজ মিয়া, সম্পদ বড়ুয়া, মোস্তাক আহমদ, রুপন ধর, আমিনুল হক, জসিম উদ্দিন, এসআই রাজিব শর্মা, পিপলু বড়ুয়া, তাজল বড়ুয়া, টিপু বড়ুয়া, টিটু বড়ুয়া, আছাদুজ্জামান, সুমন চক্রবর্তী পাইলট, বুলবুলে জান্নাত লাভলী, আব্দুর রহিম, দিলীপ বড়ুয়া, সাজ্জাদ কবির, মিথুন বড়ুয়া বোথাম, আতিকুল হক, নজরুল ইসলাম, রেজাউল করিম রেজা, নান্টু বিশ্বাস, গোপাল নাথ, হুমায়ুন আজাদ, দানু মিয়া, এখলাস, ইমা বড়ুয়া, ফেরদৌসী, টুম্পা বড়ুয়া, মর্জিনা আকতার প্রমূখ।
॥ মৈত্রী’ ০২ ॥
এসএসসি ২০০২ব্যাচের সংগঠন মৈত্রী’ ০২ এর সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক রিদুয়ান মোঃ ফজলে রাব্বী, অর্থ সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন লাভলু, সদস্য দিবস বৈদ্য, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, উত্তম বড়ুয়া, রুপন বড়ুয়া, নয়ন বড়ুয়া, রমজান আলী, বীরজিৎ শর্মা, মোস্তফা টিটু প্রমূখ।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...