সোমবার, ১৯ মার্চ, ২০১২

থানায় দুই পুলিশের বিয়ে !


॥ রামু নিউজ ডেস্ক ॥ 
অবশেষে থানার দুই কনস্টবেলরে প্রেমের সফল পরিনতি হলো। এরা হলনে থানার মহিলা কনস্টবেল জান্নাতুল ফরেদৌস ও কম্পিউটার অপারটের কনস্টবেল হুমায়ুন। থানা সূত্রে জানা যায়, পাবনা জেলার ঈশ্বরদী থানায় এ দু’জন যোগদানরে পর থেকেই তাদরে মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এ নিয়ে থানা
কোর্য়াটারে র্দীঘদনি ধরে আলোচনা ও সমালোচনা চলে আসছলি। এরই ধারাবাহকিতায় ১০ র্মাচ গভীর রাতে গোপন সংবাদরে ভিত্তিতে থানার জরুরি অপারশেন অফিসারসহ অপর একটি দল থানা কোর্য়াটাররে মহিলা কনস্টেবল জান্নাতুল ফেরদোসের রুম থেকে কনস্টবেল হুমায়ুনকে আটক করে। এরপর সারা রাত ব্যাপক আলোচনা ও নানা নাটকীয়তার মধ্য দিয়ে তাদরে বিয়ে দেয়া হয়। পাবনার ঈশ্বরদীতে ঘটনাটি স্থানীয়দরে মাঝে মুখরোচক আলোচনার জন্ম দয়ে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...