সোমবার, ১৯ মার্চ, ২০১২

চাকমারকুলে অজান্তা বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্থর স্থাপন

॥ আহমদ ছৈয়দ ফরমান ॥
রামুর উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী বড়ুয়া পাড়ায় অজান্তা বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্থর স্থাপিত হয়েছে। এ উপলক্ষে ১৯ মার্চ সোমবার বিকাল ৩ টায় স্থানীয় বড়ুয়া পাড়ায় এক সদ্ধর্ম সভার আয়োজন করা হয়। বিহারের প্রতিষ্ঠাতা সুদুর ভারত থেকে আগত ধর্মরত্ন মহাথেরোর সভাপতিত্বে জ্যোতিআর্য্য ভিক্ষুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন স্থানীয় মেম্বার ফরিদুল আলম, হিন্দু পাড়া শ্মশান কমিটির সভাপতি ডাঃ সুষেন হরি ধর, তরুণ সমাজসেবক সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান। উপস্থিত ছিলেন বংকিম বড়ুয়া, সুভুতি ভূষন বড়ুয়া, কমলসু বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, ক্ষেমেশ বড়ুয়া প্রমূখ। প্রধান অতিথি বলেন অসামাজিক কার্যকলাপ ও অনাচার-অবিচার দুরীকরণে ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নাই। উক্ত বৌদ্ধ বিহার নির্মান কাজ সুসম্পন্ন করতে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলাচরণ করেন প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু। সভাশেষে অতিথিরা বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...