সোমবার, ১৯ মার্চ, ২০১২

রামুতে ৩ টি সহ কক্সবাজারে ১৭টি নতুন প্রাথমিক বিদ্যালয় হচ্ছে

॥ রামু নিউজ রিপোর্ট ॥  
সারা দেশে নতুনভাবে ১৫’শ সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার সাতটি উপজেলায় ১৭টি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হচ্ছে। । অনুমোদনতব্য এসব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহনও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সুত্র জানিয়েছে। 
জেলা প্রাথমিক শিক্ষা কাযার্লয়ের উচ্চমান সহকারী রফিক উদ্দিন জানান, ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের  মধ্যে পেকুয়ায় ৩টি, চকরিয়ায় ৩টি, টেকনাফে ৩টি, উখিয়ায় ৩টি, রামুতে ৩টি, কুতুবদিয়ায় ১টি ও মহেশখালীতে ১টি বিদ্যালয় স্থাপন করা হবে। বিদ্যালয় গুলো হচ্ছে চকরিয়ার-হেতালিয়া পাড়া, বমু পাদু খোলা, পালাকাটা ইউনিভার্সেল। পেকুয়া-সবুজ পাড়া, মগনামা শরৎ ঘোনা ও লালজান পাড়া। রামু-কেঢুবুনিয়া, ব্যাংডেবা ও থিমছড়ি।। উখিয়া-হাঙ্গর ঘোনা, দবিন ফলিয়া ও বত্তাতলী। কুতুবদিয়া-আকবর আলী সিকদার পাড়া, (প্রস্তাবিত জালাল উদ্দিন)। মহেশখালী- মাতারবাড়ী সিকদার পাড়া। টেকনাফ-আলীর ডেইল (প্রস্তুবিত গুচ্ছ গ্রাম),  সাবরাং বাজার পাড়া ও কচ্চপিয়া। এ প্রকল্পে কক্সবাজার সদরে কোন বিদ্যালয় অনুমোদন হয়নি। 
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস কুমার পাল জানান, কক্সবাজার জেলার ২১৯ গ্রামের প্রাথমিক বিদ্যালয় নেই। এসব গ্রামের মধ্যে জনসংখ্যা ও অবস্থান প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের দুুরত্ব রেখে অগ্রধিকার ভিত্তিতে এসব নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। 
কক্সবাজারের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষাবীদ রশীদ আহমেদ চৌধুরী বলেন, ‘পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় জেলার উপকূলীয় অঞ্চলের শিশুরা শিক্ষা বঞ্চিত হচ্ছে। বে-সরকারী উদ্যোগে হলেও এসব শিশুদের শিক্ষা আওতায় আনতে হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খন্দকার জহিরুল ইসলাম বলেন,‘ কক্সবাজার বিভিন্ন ক্ষেত্রে উন্নত ও অগ্রসর হলেও শিক্ষ াক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে। । শিক্ষার এ অনগ্রসরতার কারণের মধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতাও একটি। । তাই প্রাথমিক বিদ্যালয় বিহীন ২১৯ গ্রামের মধ্যে ১৭টি প্রাথমিক বিদ্যালয় এই অপর্যাপ্ততা পূরণ হবে না। এ শূন্যতা পূরনের জন্য সামাজিক ঐক্যবদ্ধতায় নতুন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে।’ 
জেলা প্রশাসক জয়নুল বারী বলেন, ‘বর্তমান প্রকল্পে  কক্সবাজারে ১৭টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। তবে কক্সবাজারের জন্য তা পর্যাপ্ত নয়। আগামী প্রকল্পে কক্সবাজারে যেন পর্যাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের স্থাপন করা হয় সে চেষ্টা করা হবে।’
  তিনি আরো বলেন,‘অনুমোদিত এসব প্রাথমিক বিদ্যালয় ¯া’পনের জন্য যারা জমি দান করেছে বা করবে বিদ্যালয়গুলো তাদের নামে বা তাদের পছন্দসই ব্যক্তিদের নামে নামকরণের সুযোগ রয়েছে।’ 

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...