রবিবার, ১১ মার্চ, ২০১২

ফলোআপ:চকরিয়ায় শিশু হত্যার অভিযোগে সৎ মা আটক

॥রামু নিউজ রিপোর্ট॥ চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর উত্তর পাড়া এলাকায় ঔষুধ এর মাধ্যমে বিষ মিশিয়ে শিশু আবদুল জায়েদকে হত্যার অভিযোগে সৎ মা রোজিনা বেগমকে  পুলিশ গ্রেফতার করেছে । 
পুলিশও এলাকাবাসী  সুত্রে জানা গেছে, সুরাজপুর উত্তর পাড়া এলাকার বাসিন্দা এমইউপি শামশুল আলমের দ্বিতীয় স্ত্রীর শিশু পুত্র আবদুল জায়েদকে গত ৭ মার্চ ভিটামিন বি কমপ্লেক্স সিরাপের সাথে বিষ জাতীয় কিছু মিশিয়ে খাওয়ায় প্রথম স্ত্রী সৎ মা রোজিনা বেগম। তাৎক্ষনিক শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।পরদিন ৮মার্চ সকাল ৯টার দিকে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। 
সুত্র মতে,(৯ মার্চ) শুক্রবার ভিটামিন সিরাপের সাথে বিষ মিশিয়ে  খাওয়ানোর বিষয়ে শিশুর মা ফরমুজা বেগমের সন্দেহ হওয়ায় তিনি থানায় গিয়ে স্থানীয় চেয়ারম্যান আজিমুল হক আজিমও এডভোকেট বাচ্চুর উপস্থিতিতে বিষয়টি চকরিয়া থানার ওসি(তদন্ত) আনোয়ারের কাছে অলিখিত অভিযোগ প্রদান করেন। পরে শিশু জায়েদের মা ফরমুজা বেগম বাদী হয়ে সৎ মা রোজিনা বেগমকে আসামী করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা ১১(৩)১২ দায়ের করেন।এস আই মোঃ ইয়াসিনের নেতৃত্বে  অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিকপুর উত্তর পাড়া এলাকার বসত বাড়ী থেকে রোজিনা বেগমকে গ্রেফতার করে। এস আই মোঃ ইয়াসিন জানান, শনিবার(১০ মার্চ) সকালে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...