রবিবার, ১১ মার্চ, ২০১২

রামুতে সাঁপের কামড়ে মারা গেছে তিনটি গরু

॥সোয়েব সাঈদ॥ 
রামুতে সাঁপের কামড়ে তিনটি গরু মারা গেছে। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালুর দোকার খেদারঘোনা  এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটে। গরুগুলোর মালিক স্থানীয় ছৈয়দ আহমদ। তিনি জানান, ভোরে তিনি গোয়াল ঘরে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান। পরে এসব গরুর ক্ষত স্থান থেকে কালো রক্ত দেখে সাঁপের কামড়ে মৃত্যু হয়েছে বলে ধারনা করেন। স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর জানান, সাঁপের কামড়ে গরু তিনটির মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে খাবারের বিষ ক্রিয়াও মৃত্যুর কারন হতে পারে। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম খোকন জানান, সাঁপের কামড়েই গরুগুলোর মৃত্যু হয়েছে । পরে মৃত গরু তিনটি মাটিতে পূঁতে ফেলা হয়। গরুর মালিক জানান, এ তিনটি গরু ছিলো তার উপার্জনের একমাত্র সম্বল। এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...