রবিবার, ১১ মার্চ, ২০১২

ইসলামপুরে লবণ ব্যবসায়ী গুলিবিদ্ধ ॥ ২ লাখ টাকা ছিনতাই

॥রামু নিউজ রিপোর্ট॥  ইসলামপুরে সন্ত্রাসীদের হাতে এক লবণ ব্যবসায়ী গুলিবিদ্ধ ও বোট চালক আহত হয়েছেন। ১১ মার্চ রাত সাড়ে ৮ টায় সেনায়ত আলী ও সারদা ঘোনার মধ্যবর্তী রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় লবণ ব্যবসায়ীর ২ লাখ টাকা লুট হয়েছে বলে দাবী করা হয়ছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, রোববার রাতে পোকখালী নাই্যংদিয়ার মৃত আবু তাহের মেম্বারের পুত্র লবণ ব্যবসায়ী ফরিদুল আলম প্রকাশ বাবুল চেরাং (৪৫) এবং একই ইউনিয়নের পশ্চিম পোকখালী মালমুরা পাড়ার লবণ বোট চালক হেলাল উদ্দিন (৩৫) মটর সাইকেল যোগে ইসলামপুর বাজার থেকে পোকখালী আসছিলেন। তাদের গাড়িটি ইসলামপুরের সেনায়ত আলী ও সারদা ঘোনার মধ্যবর্তী রাস্তায় পৌঁছুলে ৪ জন সশস্ত্র যুবক অস্ত্রের মুখে তাদের গাড়িটি থামায়। এ সময় বোট চালক হেলালকে টেনে হেঁচড়ে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে উক্ত সন্ত্রাসীরা। পরে অস্ত্র দিয়ে লবণ ব্যবসায়ী ফরিদকে পায়ে গুলি করে তার কাছে লবণ বিক্রির ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে ভূক্তভোগীরা দাবী করেছেন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাদেরকে ঈদগাঁওর একটি হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে বাবুল চেরাংকে তাৎনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরো জানা যায়, উক্ত সন্ত্রাসীরা এ ঘটনার একটু আগে একই স্থানে মটর সাইকেল আরোহী আরো ২ জনকে এলোপাতাড়ি মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেয়। সংঘটিত ঘটনায় রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন অভিযোগ দেয়া হয়নি।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...