শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

ঈদগাঁওতে দফায় দফায় লোডশেডিং: এইচএসসি পরীক্ষার্থীরা বিপাকে

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ॥   
চৈত্রের গরম পড়তে না পড়তেই শুরু হয়েছে বৃহত্তর ঈদগাঁওতে দফায় দফায় লোডশেডিং। সেই সাথে গ্রাহক বেশি দাম দিয়েও নিয়মিত বিদ্যুৎ পাচ্ছেনা। বর্তমানে ঈদগাঁওতে দৈনিক ৪/৫বার লোডশেডিং হচ্ছে। এ কারণে ঈদগাঁওর সেচ ব্যবস্থা ও ইসলামপুর শিল্প কারখানার উৎপাদন চরম ভাবে ব্যাহত হচ্ছে। আর ব্যাঘাত হচ্ছে স্কুল-কলেজ-মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রী বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায়। এই নিয়ে ক্ষোব্ধ হয়ে উঠেছে বৃহত্তর ঈদগাঁও প্রায় ২০হাজার বিদ্যুৎ গ্রাহক। এ পরিস্থিতি চলতে থাকলে বিক্ষোব্ধ জনতা যে কোন মুহুর্তে মিছিল, অফিস ঘেরাও ও সড়ক অবরোধের মত কঠোর কর্মসূচী পালন করারও হুমকি দেন। এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে যে, চৌফলদণ্ডী পোকখালীতে প্রতিদিন প্রায় ৪/৬ঘন্টা বিদ্যুতের লোডশেডিং চলছে। শিল্প এলাকা ইসলামপুরে ও অনরূপ ভাবে চলছে লোডশেডিংয়ের তেলেসমাতি। গত ৩বছরে বিদ্যুতের দাম দফায় দফায় বাড়লেও কমেনি লোডশেডিংয়ের মাত্রা। এরপরও চলছে দাম বাড়ানোর প্রস্তুতি। কিন্তু লোডশেডিং অভিশাপ থেকে মুক্তি মেলেনি বৃহত্তর ঈদগাঁওর পোকখালী,ইসলামপুর,চৌফলদণ্ডী,জালালাবাদ,ইসলামাবাদ ও ঈদগড়ের প্রায় অর্ধলক্ষাধিক গ্রাহক। ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঈদগাঁও সাবগ্রীডটি উৎপাদনে মেঘাওয়াট বৃদ্ধি করা হয়েছে। শীঘ্রীই এর নিরসন হবে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...