শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

শচিনের শততম সেঞ্চুরি

 ॥ রামু নিউজ ডেস্ক ॥ 
অবশেষে স্বপ্ন পূরণ হলো শচিন টেন্ডুলকারের। একবছরের বেশি সময় অপেক্ষার পর ক্রিকেটদেবী ফিরে তাকালেন লিটল মাস্টারের দিকে। পূরণ হলো তার স্বপ্ন শতক। ৪৬১তম ওয়ানডেতে এসে করলেন ১০০তম শতক। ওয়ানডেতে ৪৯তম।
 
সময়ের ব্যবধানে একটা সেঞ্চুরি থেকে আরেকটা সেঞ্চুরি করতে সবচেয়ে বেশি সময় নিলেন ক্রিকেট গ্রেট। আগের রেকর্ড ছিল দিনের হিসেবে ৩৬৭ দিন। এবার নিলেন ৩৬৮ দিন।
 
৪৬১ ওয়ানডে ম্যচ খেলে ১৮ হাজারের বেশি রান করছেন শচিন। হাফ সেঞ্চুরি করেছেন ৯৫টি আর সেঞ্চুরি ৪৯। ওয়ানডেতে তার সেরা ইনিংস অপরাজিত ২০০। প্রথম ব্যাটসম্যান হিসেবেই তিনি করেছিলেন। বর্তমান রেকর্ড অবশ্য তারই সতীর্থ শেবাগের ২১৯। বোলিংয়েও যে তার জোর ছিল সেটাও আমাদের জানা। এখানে উইকেট পেয়েছেন ১৫৪টি।
 
১৮৮ টেস্ট খেলে ১৫৪৭০ রান করেছেন। অর্ধশতক ৬৫ আর শতক ৫১। টেস্টে উইকেটও পেয়েছেন ৪৫টি।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...