মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

বিজিবির হাতে সামরিক কর্মকর্তা আটকের ঘটনায় সীমান্ত জুড়ে মিয়ানমারের সেনাবাহিনীর তৎপরতা

॥ রামু নিউজ রিপোর্ট ॥   
গত ১৮ মার্চ রবিবার বিকালে মিয়ানমার সীমান্তের তুমব্র বাজার এলাকা থেকে আটক হওয়া মিয়ানমারের নাগরিকের পরিচয় বিজিবি নিশ্চিত করেছে। মঙ্গলবার সকাল ১০টায় মরিচ্যা বিজিবি ক্যাম্পে চট্টগ্রামস্থ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)র সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। মিয়ানমার সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা বিজিবির হাতে আটক হওয়ার পর সীমান্ত জুড়ে মিয়ানমারের সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি করেছে। নাসাকা বাহিনীর পাশাপাশি সামরিক পোষাক পরিহিত সেনা সদস্যরা সীমান্তের জিরো পয়েন্টে টহল জোরদার করেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। আটক সামরিক কর্মকর্তাকে আগামী ২৮মার্চ সেক্টর কমান্ডার পর্যায়ে কক্সবাজারের পতাকা বৈঠকে মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করবে বিজিবি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রামস্থ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম বলেন, গত ১৮মার্চ বিকালে বিজিবির নিয়মিত টহল দান কালে তুমব্র বিজিবির সদস্যরা সন্দেহজনকভাবে মিয়ানমারের এক নাগরিককে আটক করে। সে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে বক্তব্য দেন। তবে আমরা নিশ্চিত হয়েছি যে, সে মিয়ানমারের একজন সামরিক কর্মকর্তা। এ ব্যাপারে মিয়ানমার ৩নং সেক্টরে আটক ব্যক্তির পরিচয় জানতে চেয়ে চিঠি প্রেরণ করলে তারা তাকে চিনেন না বলে জানিয়ে দেন। কিন্তু বিজিবির সদর দপ্তর থেকে মিয়ানমারের সেনা দপ্তরে যোগাযোগ করা হলে তারা বিজিবিকে জানিয়েছেন, তাদের একজন সেনা কর্মকর্তা নিখোঁজ হয়েছে। আটক সেনা কর্মকর্তা বিজিবির হেফাজতে রয়েছে বলে জানান। গতকাল সংবাদিক সম্মেলনে সেক্টর কমান্ডার ছাড়াও বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান, কক্সবাজারস্থ বিজিবি ১৭ ব্যটলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল খালেকুজ্জামান ও নাইক্ষ্যংছড়ি ১৫ বিজিবির অধিনায়ক লেঃকর্ণেল মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।  
এদিকে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের পক্ষে রায় দেওয়ায় গত ১৪ মার্চ থেকে মিয়ানমার সীমান্ত জুড়ে অতিরিক্ত সৈন্য সমাবেশ করে আসছে। গত ১৭ মার্চ এ পরিস্থিতি নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নাসাকা বিজিবির দুইটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নাসাকা বাহিনী জোর দিয়ে জানিয়েছেন সীমান্তে মিয়ানমার সরকার কোন সেনা সমাবেশ করেনি। কিন্তু এক দিনের মাথায় তুমব্র বাজার থেকে বিজিবির হাতে মিয়ানমারের সেনা কর্মকর্তা আটকের ঘটনায় টেকনাফ থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত পর্যন্ত গ্রামবাসীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। নাসাকা বাহিনী তাদের সীমান্তে সেনা মোতায়েনের কথা বাংলাদেশের মিডিয়া সৃষ্টি ও গুজব বললে মিয়ানমারের সেনা কর্মকর্তা আটকের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। গত ১৯ মার্চ সোমবার নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৩৯, ৪০ ও ৪১নং সীমান্ত পিলার এলাকায় কাটা তারের বেড়ার পাশে রাস্তা দিয়ে মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যরা টহল দিতে দেখেছে বলে স্থানীয় কাঠুরিয়ারা জানিয়েছেন।  মঙ্গলবার দুপুরে তুমব্র সীমান্ত এলাকার লোকজন সূত্রে জানা গেছে, মিয়ানমার সীমান্ত এলাকার পরিস্থিতি আগেরমতই রয়েছে।  

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...