মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৫ মার্চ

॥ রামু নিউজ ডেস্ক ॥  
গোলম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৫ মার্চ পুনর্র্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  ট্রাইব্যুনালের ৩ বিচারপতির মধ্যে ১ জন অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল নতুন এই তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনাল তার মৌখিক আদেশে বলেন, ১ জন বিচারপতি অনুপস্থিত থাকায়
আমরা এ অভিযোগ গঠনের শুনানি করতে চাই না। পরে ট্রাইব্যুনাল ২৫ মার্চ শুনানির তারিখ পুনর্র্নির্ধারণ করেন। গোলাম আযমকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিলো। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ওই দিন তার বিরুদ্ধে ১৯১ পৃষ্ঠার অভিযোগ উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। অপরদিকে কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করছেন প্রসিকিউটর এ কে এম সাইফুল ইসলাম। গতকাল তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন শুরু হয়। ১১০ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের ৮৪ পৃষ্ঠা পর্যন্ত উপস্থাপন শেষ হয়েছিলো।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...