মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

দুর্ঘটনা রোধে প্রচার চালাবে গণমাধ্যমকর্মীরা

॥ রামু নিউজ ডেস্ক ॥  
 সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর জনসচেতনতা সৃষ্টি করতে আগামী ১ এপ্রিল থেকে এক বছর রাজধানীতে প্রচার চালাবে গণমাধ্যমকর্মীরা।

গাড়িচালক, পথচারী ও আরোহীদের মধ্যে সচেতনতামূলক প্রচারের এ উদ্যোগ যৌথভাবে নিয়েছে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি’র ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজ।
সোমবার বিকালে রাজধানীর দ্যা ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এটিএন নিউজের বার্তাপ্রধান
মুন্নি সাহা।

এ সময় সিআরপি’র প্রধান সমন্বয়কারী ভ্যালরি টেইলর, ডিজাইনার চন্দ্র শেখর শাহা, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম প্রমুখ।

সংবাদ সম্মেলনে মুন্নী সাহা বলেন, আগামী ১ এপ্রিল থেকে প্রতি রোববার সকাল ১১টা থেকে এক ঘণ্টা প্রচার চালাবেন গণমাধ্যমকর্মীরা।

প্রথম দিন কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রচার চালানো হবে। ‘আমি ও আমরা, পথচারী, আরোহী, চালক সড়কে নিরাপত্তা নিশ্চত করতে চাই’ লেখা টি-শার্ট দেওয়া হবে প্রচারের অংশ হিসাবে।

ভ্যালরি টেইলর বলেন, “এর আগেও সিআরপির উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সড়কে নিরাপত্তা বিষয়ক প্রচার চালিয়েছি।

“সবাই একত্রে কাজ করলে সাফল্য আসবেই।”

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...