মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

মহেশখালীর মাতার বাড়ীতে বিচারের সময় জমা রাখা স্বর্ণ না দেওয়ার পায়তারা: জন মনে ক্ষোভ

॥ এম ছালামত উল্লাহ, মহেশখালী ॥  
মহেশখালী উপজেলার মাতার বাড়ীতে বিচারের সময় জমা রাখা স্বর্ণ না দেওয়ার পায়তারা করছে,হংস মিয়াজিপাড়া এলাকার মৃত ফরিদুল আলমের পুএ মোজাম্মেল হক।জানাযায় বিগত দুই বছর আগে মগড়েইল এলাকার নুরুল হকের মেয়ে হাদিসা
বেগমের সাথে হংসমিয়াজির পাড়া এলাকার মো:হোছনের পুএ নুরুল হোছাইন এর সাথে বিবাহ হয়।কিছু দিন যেথে না যেথে বিভিন্ন বিষয়ে কথা কাটাÑকাটির এক পযায়ে সংসার ভেঙ্গে যায়।উক্ত মোজাম্মেল হক স্তানীয় মেম্বার হিসাবে বিচার শালিশ কওে দেবে বলে ,৫ভরি স্বর্ণ জমা রাখে।কিন্তু স্বর্ণ হাদিসাকে ফেরত  না দিয়ে ,বিক্রি করে অবৈদ পথে দুবাই চলে যাচেছ বলে খবর পাওয়া গেছে। এব্যাপারে হাদিসা বেগম প্রসাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...