সোমবার, ২ এপ্রিল, ২০১২

খুটাখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘঠিত ঘটনায় বাদীকে মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমকি

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণ গ্রাম এলাকায় টেংরাার খুটি চুরিকে কেন্দ্র করে দুই গ্র“ফের মধ্যে রক্তয়ী সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করার পর অসহায় বাদীকে মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী মোজাম্মেল হক জনান,
গত ২০ মার্চ আনুমানিক দুপুর ১২ টায় বাদীর পিতা নুরুল আলম বনাঞ্চল থেকে টেংরাার একটি খুটির বুঝা সংগ্রহ করে এনে পূর্ণগ্রামের দশকাইন্যা ঘোনা নামক স্থানে রাখলে পরে খুটির বুঝাটি একই এলাকার নুরুল আলম প্রকাশ গুনুর ছেলে নুরুল আমিন ও নুরুল ইসলাম কৌশলে, হীন উদ্যেশে চুরি করিয়া নিযে যায়। খুটির প্রকৃত মালিক নুরুল আলম এর প্রতিবাদ করলে উভয় পরে মধ্যে এক পর্যায়ে রক্তয়ি সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় মোজাম্মেল হক বাদী হয়ে চকরিয়া থানায় ২১ মার্চ একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারটি ৩৩ তাং ২১-০৩-২০১২ নং হিসাবে মামলা রেকর্ড করা হয়। মামলা দায়েরের পর ২য় পরে আসামীগণ বিভিন্ন মিথ্যার কলা কৌশলের আশ্রয় নিয়ে চকরিয়া থানার আওতাধীন ঘটনাস্থল পূর্ণগ্রামের দশ কাইন্যা নামক স্থানকে রামু থানার আওতাধীন এলাকা হিসাবে মিথ্যা তথ্যের আশ্রয় নিয়ে বাদী পরে লোকজনের বিরুদ্ধে মিথ্যা করার ও প্রাণ নাশের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। বর্তমানে বাদীর লোকজন নিরাপত্তা হীনতায় ভোগছে এবং বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপরে হস্তপে কামনা করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...