সোমবার, ২ এপ্রিল, ২০১২

অভিযানে অপহৃত শিশু কন্যা উদ্ধার

॥মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু॥ 
রে‌ব-৭ সদস্যরা কক্সবাজারের ঈদগাঁহ বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে আট মাস বয়সের অপহৃত এক কন্যা শিশুকে উদ্ধার করেছে।
কক্সবাজার র‌্যাব-৭ এর নবাগত ক্যাপ্টেন রাশেদুল হাসান জানান, গত ২২ মার্চ চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন দণি হালিশহরস্থ সেইলর্স কলোনীর জনৈক শরীয়ত উল্লাহ এর বাড়ি হতে ০৮ (আট) মাস বয়সের কন্যা শিশু কাজের বুয়ার সহায়তায় অপহৃত হয়। এ ব্যাপারে অপহৃত শিশুর পিতা মোঃ সাইফুর রহমান র‌্যাব-৭, চট্টগ্রামের নিকট একটি লিখিত অভিযোগ প্রেরণ করেন।
অভিযোগের প্রেক্ষিতে রে‌ব-৭, চট্টগ্রাম মেজর মোঃ রাকীবূল আমীন এর নেতৃত্বে একটি চৌকষ দল অপহরণকারীদেরকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের জন্য ব্যাপক গোয়েন্দা কার্যক্রম শুরু করে।
র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, অপহরণকারীরা ঈদগাঁহ বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ৩১ মার্চ সকাল ৯ ঘটিকার সময় র‌্যাবের একটি বিশেষ অভিযান দল ঈদগাঁহ বাস স্ট্যান্ড এর কাছাকাছি পৌঁছলে অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহৃতাকে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে র‌্যাবের অভিযান দলটি বর্ণিত বাস স্ট্যান্ডস্থ যাত্রী ছাউনী পার্শ্ব থেকে অপহৃতা সাফুয়ানুরকে উদ্ধার করে। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা যায়নি, তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...