॥নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও॥
রামু উপজেলার ক্রাইম পয়েন্ট হিসাবে পরিচিত ঈদগড়ে গত এক সপ্তাহের মধ্যে ৩য় বারের মত আবারো ডাকাতি সংগঠিত । ভাবে ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। জানা যায়, গত ১ এপ্রিল রাত ১০ টার দিকে ১০/১৫ জনের সশস্ত্র ডাকাত দল
ঈদগড় কোনারপাড়া এলাকার আমির সোলতানের বসত বাড়ীতে হামলা চালিয়ে দরজা এবং বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকত্রী খালেদা বেগমকে মারধর পূর্বক বেধে রেখে লুটপাট চালিয়ে স্বর্ণ, কম্বল, নগদ টাকাসহ লাধীক টাকা লুট করে। খবর পেয়ে পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষনা দিলে চারদিক লোকজন এগিয়ে গেলে ডাকাত দল দ্রুত গতিতে পালিয়ে যায়। ঘটনার তৎনাত খবর পেয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পের বিশেষ দায়িত্বে থাকা রামু থানার এ এস আই কাশেম ঘটনা স্থল পরিদর্শন করেন। এনিয়ে ছগিরা কাটা ও কুদালিয়াকাটা এলাকায় গত এক সপ্তাহে দুই বসত বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘটিত ঘটনার সাথে জড়িত সন্দেহে ঈদগড় পুলিশ ১ ও ২ এপ্রিল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাখের আহাম্মদ পিতা ছৈয়দ করিম কোনার পাড়া ও রশিদ পিতা মোহাম্মদ কালু করলিয়ামোরাকে আটক করে।রামু উপজেলার ক্রাইম পয়েন্ট হিসাবে পরিচিত ঈদগড়ে গত এক সপ্তাহের মধ্যে ৩য় বারের মত আবারো ডাকাতি সংগঠিত । ভাবে ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। জানা যায়, গত ১ এপ্রিল রাত ১০ টার দিকে ১০/১৫ জনের সশস্ত্র ডাকাত দল