সোমবার, ২ এপ্রিল, ২০১২

জালালাবাদে ফ্যানে ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥
কক্সবাজারের জালালাবাদে ফ্যানে ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সংঘটিত ঘটনায় নিহতের আত্মীয় স্বজনরা মারধর করেছে এক শিক্ষককে। ২ এপ্রিল বিকেল ৪টায় তেলী পাড়ায় ঘটনাটি ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, জালালাবাদ তেলী পাড়ার (সওদাগর পাড়া) মাছ ব্যবসায়ী আমান উল্লাহর প্রথম কন্যা উর্মি সুলতানা (১২) সোমবার বিকেলে বাড়ীতে কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত মেয়েটির ওড়না সিলিং ফ্যানের সাথে পেঁচিয়ে যায়। এতে সে ফ্যানের সাথে ঘুরতে থাকে। তা দেখে বাড়ীর লোকজন দ্রুত ফ্যান বন্ধ করে তাকে উদ্ধার পূর্বক পার্শ্ববর্তী এক ক্লিনিকে  নিয়ে যায়। ইতোমধ্যে তার মৃত্যু হয়। নিহত কিশোরী স্থানীয় দারুল ফাতাহ একাডেমীর ৭ম শ্রেণীর ছাত্রী। ঘটনার পর পর নিহতের আত্মীয়-স্বজনরা আমান উল্লাহ নামের এক শিক্ষককে বেদম মারধর করে। ভুল বুঝাবুঝির কারণে তাকে মারধর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় মেম্বার শামশুল আলম সহ অনেকে নিহতের বাড়ীতে যান। পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফারুক ঘটনাস্থলে গিয়ে তার সুরতহাল রিপোর্ট তৈরি করেন। শিক্ষককে মারধরের ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফরিদুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি ও ভুল বুঝাবুঝির কারণে মারধরের ঘটনাটি ঘটেছে বলে জানান। রাতে এ রিপোর্ট লিখার সময় নিহতের দাফন প্রক্রিয়া চলছিল। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে স্কুল ছাত্রীর অকাল মৃত্যুতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...