॥ রামু নিউজ রিপোর্ট ॥
রামুতে পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ বরণ উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ এপ্রিল) সন্ধ্যায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বাংলা নববর্ষ বরণ উদযাপন পরিষদ ১৪১৭ বাংলা’র আহবায়ক মুক্তিযোদ্ধা আবু আহমদ।
সদস্য সচিব বশিরুল ইসলামের সঞ্চালনায় ‘আমাদের সংস্কৃতি বিশ্বাস ষোল আনা বাঙ্গালিয়ানায় ঋদ্ধ’ এ প্রতিপাদ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও রামুতে পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ বরণ উদযাপনকে সফল করতে বাঙ্গালি পরিচয়ে ঋদ্ধ মানুষদের নিয়ে অনুষ্ঠিত বক্তব্য রাখেন, প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর বড়ুয়া, মনোহরী বড়ুয়া, ধনিরাম বড়ুয়া, কন্ঠশিল্পী প্রবীর বড়ুয়া, সমস্বর’র নির্বাহী পরিচালক মাষ্টার মোহাম্মদ আলম, কবি আশীষ কুমার, রাজনীতিক মাস্টার নুরুল আমিন, মুক্তিযোদ্ধা মোজফ্ফর আহমদ, মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, ইউপি সদস্য সোনিয়া বড়ুয়া, দূবার শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক পুলক বড়ুয়া, শব্দায়ন আবৃত্তি একাডেমী রামু’র উপ পরিচালক মানসী বড়ুয়া, নন্দন’র পরিচালক রেজাউল করিম, থিয়েটার রামু’র সভাপতি তাপস মল্লিক, কন্ঠশিল্পী গোলাম মোস্তফা বাবুল, সংগীত বড়ুয়া, মন্দিরা বড়ুয়া, মিজানুল হক, নাট্যকর্মী রোমেল বড়ুয়া, এসেন্স ব্যান্ড অব মিউজিক রামুর পরিচালক এইচ বি পান্থ, সাংবাদিক খালেদ শহীদ প্রমুখ।
সভায় এবছরও বাংলা নববর্ষ বরণ উদযাপন পরিষদ ১৪১৮ বাংলা’র আহবায়ক মুক্তিযোদ্ধা আবু আহমদ ও সদস্য সচিব বশিরুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
রামুতে পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ বরণ উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ এপ্রিল) সন্ধ্যায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বাংলা নববর্ষ বরণ উদযাপন পরিষদ ১৪১৭ বাংলা’র আহবায়ক মুক্তিযোদ্ধা আবু আহমদ।
সদস্য সচিব বশিরুল ইসলামের সঞ্চালনায় ‘আমাদের সংস্কৃতি বিশ্বাস ষোল আনা বাঙ্গালিয়ানায় ঋদ্ধ’ এ প্রতিপাদ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও রামুতে পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ বরণ উদযাপনকে সফল করতে বাঙ্গালি পরিচয়ে ঋদ্ধ মানুষদের নিয়ে অনুষ্ঠিত বক্তব্য রাখেন, প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর বড়ুয়া, মনোহরী বড়ুয়া, ধনিরাম বড়ুয়া, কন্ঠশিল্পী প্রবীর বড়ুয়া, সমস্বর’র নির্বাহী পরিচালক মাষ্টার মোহাম্মদ আলম, কবি আশীষ কুমার, রাজনীতিক মাস্টার নুরুল আমিন, মুক্তিযোদ্ধা মোজফ্ফর আহমদ, মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, ইউপি সদস্য সোনিয়া বড়ুয়া, দূবার শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক পুলক বড়ুয়া, শব্দায়ন আবৃত্তি একাডেমী রামু’র উপ পরিচালক মানসী বড়ুয়া, নন্দন’র পরিচালক রেজাউল করিম, থিয়েটার রামু’র সভাপতি তাপস মল্লিক, কন্ঠশিল্পী গোলাম মোস্তফা বাবুল, সংগীত বড়ুয়া, মন্দিরা বড়ুয়া, মিজানুল হক, নাট্যকর্মী রোমেল বড়ুয়া, এসেন্স ব্যান্ড অব মিউজিক রামুর পরিচালক এইচ বি পান্থ, সাংবাদিক খালেদ শহীদ প্রমুখ।
সভায় এবছরও বাংলা নববর্ষ বরণ উদযাপন পরিষদ ১৪১৮ বাংলা’র আহবায়ক মুক্তিযোদ্ধা আবু আহমদ ও সদস্য সচিব বশিরুল ইসলাম দায়িত্ব পালন করবেন।