মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

অপারেটিং সিস্টেমটি অ্যানোনিমাসের তৈরি নয়!

॥ রামু নিউজ ডেস্ক ॥
সম্প্রতি অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের তৈরি করা দাবি করে একটি অপারেটিং সিস্টেম ছড়িয়ে দেয়া হয়েছে যা ইতোমধ্যেই ২৬ হাজারেরও বেশি মানুষ ডাউনলোড করেছেন। তবে গ্রুপটি জানিয়েছে, তারা এই অপারেটিং সিস্টেম তৈরিই করেনি। খবর বিবিসির। সূত্র জানিয়েছে, ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের
উপর ভিত্তি করে তৈরি করা এই অপারেটিং সিস্টেমে অনেক সিকিউরিটি টুল জুড়ে দেয়া হয়েছে যা বিভিন্ন ওয়েবসাইটের নিরাপত্তা পরীক্ষা করার কাজে ব্যবহার করা যায়। এর ডেভেলপার কোনো ওয়েবসাইটে আক্রমণ করার কাজে এসব টুল ব্যবহার না করতেও পরামর্শ দিয়েছেন। তবে অ্যানোনিমাসের নামে ছড়ানো হলেও অ্যানোনিমাস তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, এটি তারা বানায়নি এবং এতে অনেক ভাইরাসও রয়েছে। তবে ডেভেলপার দাবি করেছেন, ওপেন-সোর্স জগতে ভাইরাস বলে কিছু নেই। বিবিসি জানিয়েছে, ১.৫ গিগাবাইট আকারের অপারেটিং সিস্টেমটি ডাউনলোডের জন্য জনপ্রিয় সোর্স ফোর্জ সাইটে আপলোড করে দেয়া হয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...