মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

রামুতে কুকুরের কামড়ে আক্রান্ত অর্ধশত মানুষঃ বেওয়ারিশ কুকুর নিধন ও ভ্যাকসিন সরবরাহ জরুরীঃ


খালেদ হোসেন টাপু. কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুর আতংক বিরাজ করছে। গত কয়েক দিনে অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। এ ঘটনায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে ছোটরা রয়েছে বেকায়দায়। জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী সোমবার সকাল থেকে বেওয়ারিশ কুকুরের দল রামু চৌমুহনী স্টেশনসহ আশেপাশের গ্রামের অন্তত ২০জন শিশুকে কামড় দেয়। এর আগের দুইদিন ও প্রায় ২৫ জনকে কামড়ে আক্রান্ত করেছে। আক্রান্তদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন চৌধুরী জানান, গত তিনদিনে বিভিন্ন এলাকার অর্ধশত রোগী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা নিতে আসে। এদের মধ্যে অনেক গরীব ও অসহায় পরিবারের সন্তান-সন্ততিও রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক শীঘ্রই বেওয়ারিশ কুকুর নিধনে অভিযান পরিচালনা করা হবে বলে জানান। এদিকে রামুতে জলাতংক রোগের ভ্যাকসিন অপ্রতূল হওয়ায় আক্রান্তরা রয়েছে বেকায়দায়। জরুরী ভিত্তিতে বেওয়ারিশ কুকুর নিধন ও ভ্যাকসিন সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে সচেতন মহল।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...