বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

রামু হাজারীকুলের প্রাণহরি বড়ুয়ার পরলোক গমন ॥ অনিত্য সভা সম্পন্ন



॥ অর্পন বড়ুয়া, রামু ॥
রামু ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল গ্রামের প্রয়াত উপেন্দ্র বড়ুয়ার ১ম পুত্র ব্যবসায়ী প্রাণহরি বড়ুয়া বার্ধক্য জনিত কারনে ১৪ মার্চ দুপুর ২.৩৫ ঘটিকার সময় তার নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।  ১৫ মার্চ বৃহষ্পতিবার দুপুর ২ টায় প্রয়াতের নিজ বাড়িতে সদ্ধর্ম অনিত্য (শোক) সভা অনুষ্ঠিত হয়। অনিত্য সভায় সভাপতিত্ব করেন
, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের। ধর্মদেশনা করেন, চট্টগ্রাম নন্দন কানন বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রত্ন মহাথের, রামু জাদিপাড়া আর্য্যবংশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাঞা চারা থের, হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক প্রজ্ঞাবোধি থের, আর্য্যবোধি ভিক্ষু, সৌরবোধি ভিক্ষু, স্মরণাবোধি ভিক্ষুসহ আগত ভিক্ষু-শ্রামণ। উপস্থিত ছিলেন সুখেন্দু বিকাশ বড়ুয়া, পরবিন্দু বড়ুয়া, ধনিরাম বড়ুয়া, সাবু বড়ুয়া, সবুজ বড়ুয়া, অলসেন বড়ুয়া বাবু, রতন বড়ুয়া প্রমূখ। পঞ্চশীল প্রার্থনা করেন রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সহ সভাপতি রাজেন্দ্র বড়ুয়া। উক্ত সভায় কক্সবাজার জেলার বিভিন্ন বৌদ্ধপল্লী থেকে প্রয়াতের আত্মীয়-স্বজনসহ সদ্ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা অংশ নেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...