শনিবার, ১০ মার্চ, ২০১২

রামু অফিসেরচর প্রিমিয়ার লীগ ক্রিকেট টূর্ণামেন্ট ॥ বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

॥ সোয়েব সাঈদ ॥
    রামুতে অনুষ্ঠিত অফিসেরচর প্রিমিয়ার লীগ (ওপিএল) এ মরহুম আলহাজ্ব বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার (৯ মার্চ) দুপুরে অফিসেরচর ডাকঘর মাঠে অনুষ্ঠিত মাঠে খেলায় তারা অফিসেরচর এসআরকে একাদশের খেলোয়াড়দের ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।
এর আগে টসে জিতে অফিসেরচর এসআরকে এর অধিনায়ক লোটাস ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। দলের পরে লোটাস সর্বোচ্চ ৪৩ রান সংগ্রহ করে। বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্রের মাহবুব, খোকা ও কপিল ২ টি করে উইকেট পান।
৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্রের খেলোয়াড়রা মাত্র ১২ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের লে পৌঁছে যায়। দলের পে সাজেল সর্বোচ্চ ৫৩ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন। এছাড়া কপিল ১৩ রান সংগ্রহ করে। বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্রের সাজেল ম্যান অব দ্যা ম্যাচ এবং অফিসেরচর এসআরকে একাদশের খেলোয়াড় লোটাস ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হন। মরহুম আলহাজ্ব বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্রের টিম ম্যানেজার ইফ্রয়িম মোহাম্মদ সায়েদ জানান, এ বিজয়ে তিনি উচ্ছ্বসিত এবং এলাকার তৃণমূল ক্রিকেটারদের উন্নয়নে আরো কাজ করে যাবেন।
খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরন করেন, স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ি হাবিবুল হক কোম্পানী, রামু রাবার বাগান শ্রমিক নেতা আবছার মিয়া, ক্রীড়া সংগঠক আসাদ উল্লাহ, উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ আলী খান, সেলিমুর রহমান বাবু, রহমত উল্লাহ, রামু নিউজ ডটকম এর বার্তা সম্পাদক সোয়েব সাঈদ, মোঃ ওসমান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অফিসেরচর সিনে ম্যান কাব আয়োজিত এ টূর্ণামেন্টে ৪ টি দল অংশ নেয়। অপর দুই দল হলো অফিসেরচর নাইট রাইডার্স এবং অফিসেরচর ইলেভেন স্টার একাদশ। এদিকে অফিসেরচর প্রিমিয়ার লীগ (ওপিএল) এ মরহুম আলহাজ্ব বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে, কক্সবাজারের রামু থেকে প্রকাশিত প্রথম অনলাইন সংবাদপত্র রামু নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নীতিশ বড়–য়া, সম্পাদক ও প্রকাশক মিজানুল হক এবং বার্তা সম্পাদক সোয়েব সাঈদ।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...