শনিবার, ১০ মার্চ, ২০১২

রামুতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

॥ সোয়েব সাঈদ ॥
কক্সবাজারের রামু উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এর মধ্যে রশিদনগরে মটর সাইকেল আরোহী ও চালক হতাহত হয়েছে। শুক্রবার (৯ মার্চ) রাত ৯ টায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। 
নিহত যুবক হুমায়ুন কবির রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বদর মোকাম এলাকার দানু মিয়ার পুত্র। এ ঘটনায় গুরুতর আহত মটর সাইকেল চালক ইব্রাহীম (২৩)কে আশংকাজনক অবস্থায় প্রথমে চমেক হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইব্রাহীম ঈদগড় বড়বিল এলাকার মনির আহমদের পুত্র।
প্রত্যদর্শীরা জানান, হতাহত দুই যুবক মটর সাইকেল নিয়ে রামু ফেরার পথে রাস্তার পাশে দাঁড়ানো রড বোজাই একটি টেলাগাড়ির সাথে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল আরোহী ও চালকের দেহে রড় বিদ্ধ হয়। এসময় ঘটনাস্থলে প্রান হারান মটর সাইকেল আরোহী হুমায়ুন কবির। স্থানীয়রা গুরুতর আহত ইব্রাহীমকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরন করে।
জানা গেছে, আজ (১১ মার্চ) দূর্ঘটনায় নিহত হুমায়ুন কবিরের বড় ভাই ঈদগড় ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামের বিয়ের দিন ছিলো। এ উপলে রামুর জোয়ারিয়ানালায় নিকটাত্মীয়দের দাওয়াত দেয়ার জন্য যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হন তিনি। গত শনিবার (১০ মার্চ) সকাল সাড়ে দশটায় ঈদগড় বদর মোকাম মাদ্রাসা মাঠে হুমায়ুন কবিরের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এছাড়া বৃহষ্পতিবার (৯ মার্চ) সকাল ১০টায় চাকমারকুল ইউনিয়নের ডেইঙ্গাপাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগামী পিকআপ (মিনি ট্রাক) ১০ বছরের শিশু কন্যা শিপা আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রান হারায়। নিহত শিপা স্থানীয় শামসুল আলমের কন্যা।
বুধবার (৮ মার্চ) রাত ১১ টায় কাউয়ারখোপ মইষকুম এলাকায় রামু-নাই্যংছড়ি সড়কে একটি মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুত্বর আহত গিয়াস উদ্দিন হাসাপাতালে নেয়ার পথে প্রান হারান। নিহত গিয়াস উদ্দিন চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার মিয়াজী পাড়ার বাসিন্দা।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...