শনিবার, ১০ মার্চ, ২০১২

অভিমান ভাঙলো আকরাম খানের

॥রামু নিউজ স্পোর্টস ডেস্ক॥  পদত্যাগের ৩ দিনের মাথায় তাকে সিদ্ধান্ত বদলাতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ককে। আকরাম খান বলেন, গতকাল দুপুরে
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার নির্দেশ আসে আমার কাছে। রাত ৮টায় আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি। প্রধানমন্ত্রী আমাকে বলেন, তোমার ক্রিকেটে থাকা দরকার। তুমি থাক। বোর্ডে কি হচ্ছে সেটা আমি দেখছি। আকরাম খান আরো বলেন, সাবেক ক্রিকেটারদের গঠনতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ায় বিরক্ত হয়েছেন প্রধানমন্ত্রী। আকরাম খানকে দায়িত্ব দিয়েছেন সাবেক ক্রিকেটারদেরকে তার কাছে নিয়ে যেতে। বিসিবি সভাপতি আহম মোস্তফা কামাল এবং প্রভাবশালী পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুলকেও তলব করেছেন প্রধানমন্ত্রী।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...