শনিবার, ১০ মার্চ, ২০১২

বর্তমান সরকারের আমলে ঈদগাঁও পোকখালীর অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে ॥ .....সাইমুম সরওয়ার কমল



॥ হাসান তারেক মুকিম ॥
কক্সবাজার-৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক সাইমুম সরওয়ার কমল বলেন, বর্তমান সরকারের যুগপযোগী উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসাবে ঈদগাঁও-পোকখালীর অভূত উন্নয়ন সাধিত হয়েছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলার উন্নয়নে বদ্ধ পরিকর,ইতিমধ্যে দোহাজারি থেকে ককসবাজার হয়ে ঘুমধুম পর্যন্ত রেল লাইন সম্প্রাসারন ও মেডিকেল কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। কক্সবাজারের পর্যটন খাতকে গতিশীল করার জন্য অবকাঠামোগত উন্নয়নসহ  আর্ন্তজাতিক বিমান বন্দর স্থাপনের কাজও ইতি মধ্যে শুরু হয়েছে।তিনি আরো বলেন, বর্তমান সরকার ভিশন ২১ বাস্তবায়ন করার লে সারা দেশে একনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,তথ্য সেবা, শিা ব্যবস্থার উন্নয়নসহ বিদ্যুৎ সমস্যা দূরীকরনে কার্যকরী পদপে গ্রহনের মাধ্যমে অভূত উন্নয়ন সাধন করছে, যার  সুফল জনগন ইতিমধ্যে ভোগ করতে শুরু করেছে কিন্তু বিএনপি ও  জামাত দেশে মিথ্যাচার ও অরাজকতা সৃষ্টির মাধ্যমে সরকারের এ উন্নয়নকে  বাধাগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। তিনি দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান। গতকাল ১০মার্চ বিকাল সাড়ে তিনটায় পোকখালী মুসলিম বাজারে সদর উপজেলা পোকখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক ফিরোজ আহমদ,রামু আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শামশুল আলম,পোকখালী আওয়ামীলীগের সভাপতি আইয়ুব হেলালী,সহ সভাপতি ফরিদুল আলম,যুগ্ন সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের,স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ মাষ্টার,আওয়ামীগ নেতা হাজি নুরুল কবির,নুুরুল হক,রামু স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তপন মল্লিক,যুগ্ন সম্পাদক আবু বক্কর সিদ্দিক,পোকখালী ওয়ার্ড় আওয়ামীলীগ নেতা মোঃ মহিউদ্দিন,আজিজ,আবদুল হালিম,নুরুল কবির,মকতুল হোসেন,মোঃ ছৈয়দ,কাদের হোসেন,আমির হামজাসহ বিভিন্ন ওর্য়াড় থেকে আগত শত শত নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।





এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...