মোঃ রেজাউল করিম,বার বার বিয়ে এবং পরবর্তীতে নির্যাতন করে তাড়িয়ে দেয়া হচ্ছে। এতে করে অসহায় হয়ে পড়ছে একের পর এক মহিলা। ঘটনাটি যেমনি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তেমনি অপর দিকে নির্যাতিত মহিলাকের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে তা বিবেকের কাছে প্রশ্নবিদ্ব করে তুলেছে। উক্ত ব্যক্তির নাম নুরুল ইসলাম। তার বাড়ী শহর তলীর তারাবনিয়ার ছড়া। অভিযোগে প্রকাশ বিয়ে পাগল নুরুল ইসলামের হতভাগ্য প্রথম স্ত্রী আনোয়ারা বেগম দীর্ঘদিন সংসার করে ৩সন্তান জন্মের পর ঠাই হলোনা স্বামীর বাড়ীতে। তাকে নির্যাতন করে তাড়িয়ে দেয়া হয়। প্রতিকার চেয়ে ৭ বছর ধরে হুমকি ধমকির মুখে আদালতে মামলা চালিয়ে যাচ্ছে। তার দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে হাবিবুন্নাহার মিনু। তার বাড়ী সদর উপজেলার খুরুস্কুল এলাকায়। ৩বছর সংসার করার পর তাকেও মারধর পূর্বক তাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অসহায় দ্বিতীয় স্ত্রী কক্সবাজার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি দাবী করেন তার ন্যার্য্য পাওনা টাকা ও স্বর্ণলংকার এখনো বুঝে পাননি। এগুলো দাবী করলে মৃত্যুর হুমকি আসে বার বার। তৃতীয় স্ত্রীর নাম মর্জিনা আক্তার। অসহায় এ মহিলাকে বিভিন্ন প্রলোভনে ঈদগাঁও মাইজপাড়া হতে বিয়ে করে সংসার জীবন শুরু করে। কিন্তু তার ভাগ্যেও জোটল পিতার বাড়ী। তাও অমাননিষক নির্যাতনের শিকার হয়ে। তৃতীয় স্ত্রী জানান, তাকে তালাক দেয়া হয়েছে বলে উল্লেখ করলেও তার কোন কপি তিনি পাননি। তৃতীয় স্ত্রী ও পুলিশের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ করেছেন। সূত্রে জানা যায়, বর্তমানে এসব গোপন রেখে আরেকটি বিয়ের প্রচেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য অভিযোগে জানা যায়, উক্ত নুরুল ইসলাম তার ব্যবসার আড়ালে ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত। এ ব্যাপারে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উখিয়া নিউজ থেকে সংগ্রহ.