মোঃ রেজাউল করিম,

ঈদগাঁও।কক্সবাজারের খুটাখালীতে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত হয়েছে। ১৬ ফেব্র“য়ারী সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কিশলয় স্কুল গেইটস্থ স্থানে এ দূর্ঘটনা ঘটে। প্রাপ্ত খবরে জানা যায়, বৃস্পতিবার সকালে খুটাখালী মিলেনিয়াম স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রাম মুখী মাক্রোবাস স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত ছাত্রটিকে উদ্ধার করে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রটি খুটাখালী পূর্ব পাড়ার নাছির আহমদের পুত্র মোহাম্মদ হাসান (৬)। সে মিলেনিয়াম স্কুলের নার্সারী ছাত্র। ছাত্র নিহতের ঘটনায় এলাকাবাসী ও স্কুলের ছাত্র-ছাত্রীরা সাথে সাথে সড়ক অবরোধ করে। নিহত ছাত্রের লাশ দিয়ে ব্যারিকেড দিয়ে টায়ার পুড়িয়ে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে চকরিয়া থানার ইনচার্জ ফরহাদ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ,চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাঙ্গীর আলম বুলবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খুটাখালী চেয়ারম্যান মাওলা আবদুর রহমান,অধ্যক্ষ এসএম মনজুর কিশলয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ তৈয়ব ও এলাকাবাসীর দাবীর মুখে অবশেষে ঘটনাস্থলে দু’টি স্পীড ব্রেকার সাথে সাথে বসিয়ে যানচালাচল স্বাভাবিক করেন। উল্লেখ্য উক্ত স্থানে বিগত এক বছরে প্রায় ১৫জন লোকের প্রাণহানি ঘটেছে।