শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

লামায় সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি : নিরাপত্তা চেয়ে থানায় ডায়রী


মো. নুরুল করিম আরমান, লামা::মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ছরোয়ার ও এটিএন বাংলা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেরুন রুনি হত্যার রেষ কাটতে না কাটতেই বান্দরবানের লামায় মোহনা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি হাছান আল মামুনসহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণনাশসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। এ ব্যাপারে সাংবাদিক হাছান আল মামুন তার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে লামা ও পার্শ্ববর্তী চকরিয়া থানায় ৯জনকে বিবাদী করে পৃথক দুটি সাধারণ ডায়রী করেছেন। ডায়রী সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারী চকরিয়ার উত্তর হারবাং চেয়ারম্যান পাড়ার ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও চিত্রসহ মোহনা ও দিগন্ত টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা মোহনা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি হাছান আল মামুনকে মোবাইল ফোনে হুমকি দেয়। এক পর্যায়ে ১১ ফেব্রুয়ারী গভীর রাতে তার বাড়ীর চারদিকে সন্ত্রাসী মোহড়াসহ ঘর থেকে বাহিরে আসার জন্য ডাকাডাকি করেন। এ সময় হাছান আল মামুন ঘরের বাহিরে না আসলে তারা অশ্লীল ভাষায় গালি গালাজ করে ও প্রাণনাশসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে বলে হুমকি দিয়ে যায়। এমনকি তার স্কুল পড়–য়া রবিউল হাসান রনি (১৫) ও মেয়ে ছাদিয়া আক্তার সুমাইয়া (১০) কে স্কুলে যাওয়া আসার পথে অপহরণ করার হুমকিরত আছে। এ বিষয়ে সাংবাদিক হাছান আল মামুন নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার লামা থানায় (ডায়রী নং- ৫৮৩, তাং- ১৬/০২/১২ইং) ও গত ১২ ফেব্রুয়ারী চকরিয়া থানায় (ডায়রী নং-৫৮৮, তাং- ১২/০২/১২ইং) পৃথক দুটি সাধারণ ডায়েরী করেন। হুমকিদাতা (বিবাদীরা) হলেন, উপজেলার আজিজনগর ইউনিয়নের নাজমুল ইসলাম (৬০), মো. রিয়াদ (২৪), মুরাদ (২৭), মো. জাবেদ (২৭), রেজাউল করিম (২৫), মামুন (২৫), জামাল (২৮), সোহাগ (৩০) ও আলতাফ হোসেন (৪৫)।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...