মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে শিশু পাচারের মামলা

রামু নিউজ ডেস্ক :
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদের বিরুদ্ধে কন্যা শিশু পাচারের অভিযোগে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। 
মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ভাদিরতলা এলাকার মৃত রশিদ আহমদ মিয়ার স্ত্রী জোসনা আকতার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার স্মারক নং-২৫১/২০১২।
মামলার আবেদন আমলে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য উখিয়া থানার পরিদর্শককে (ওসি) নিদের্শ দেওয়া হয়েছে। মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্বনলবিলার বাসিন্দা আহমদ উল্লাহর ছেলে ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ তার প্রতিবেশী। স্বামী মারা যাওয়ার পর তার ২ কন্যা শিশুকে নিয়ে তিনি নানা ভোগান্তি পোহাচ্ছেন। এ পরিস্থিতি ৩ বছর আগে তার ৮ বছরের কন্যা ইয়াসমিন আকতারকে ভাল বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় আলী আহমদ। কিন্তু এরপর থেকে তার মেয়ের সঙ্গে সাক্ষাত করতেও দেওয়া হচ্ছে না। এমনকি তার মেয়েকে ফেরত চাইলে আলী আহমদ ও তার পরিবারের সদস্যরা মিলে তাকে বেশ কয়েকবার বেধড়ক মারধর করে তাড়িয়ে দেয়। পালংখালীর অনেক মানুষ ঘটনাটি জানেন। ঘটনার ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় এমপিকেও অবহিত করা হয়েছে। কিছুদিন আগে উখিয়া থানায় অভিযোগ নিয়ে গেলেও পুলিশ কোন আইনি ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়। 
আবেদনে জোসনা আরো উল্লেখ করেন, আলী আহমদ নারী ও শিশু পাচারকারী এবং আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটের সদস্য। কাজের প্রলোভনে তার মেয়েকে বিদেশ পাচার করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। 

জোসনা আকতার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ‘গত ৭ ডিসেম্বর কক্সবাজার শহরে এ ব্যাপারে তিনি সংবাদ সম্মেলন করেন। এরপরও তার মেয়েকে ফেরতের কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেছেন।’

ঘটনার ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ জানান, নিজ দলের ভেতর থাকা প্রতিপক্ষ তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। 

প্রসঙ্গত, জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ এর বিরুদ্ধে এরইমধ্যে যুবলীগ নেতাকে একাধিক মামলায় হয়রানি করা ও ইয়াবা ব্যবসায় সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ রয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...