মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

ইনানী পাথুরে সী বীচে রামু ট্যালেন্টস স্কুলের শিক্ষা সফর সম্পন্ন

রামু নিউজ রিপোর্ট:
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন স্পট উখিয়ার ইনানী পাথুরে সী বীচে শতাধিক কোমলমতি শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকরা আনন্দ-উচ্ছাসে অন্য রকম খেলায় মেতে উঠে। রামু ট্যালেন্টস স্কুলের বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত সোমবার (২৭ ফেব্রুয়ারী) প্রাকৃতিক পাথুরে সী বীচ ইনানী সমুদ্র সৈকতের প্রাণোচ্ছল এক অনুষ্ঠানে দু’শতাধিক শিশু, নারী-পুরুষ অংশ নেয়। ইনানি বনবিভাগের রেষ্ট হাউসে
র‌্যাফেল ড্র, ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরন ও মধ্যাহ্ন ভোজসহ দিনব্যাপী নানা কর্মসূচীতে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা খামার বাড়ি’র পরিচালক মোহাম্মদ ইউনুছ আলী বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মনোবিকাশ ঘটানোর জন্য শিক্ষা সফর আয়োজন করা অত্যন্ত জরুরি। রামু ট্যালেন্টস্ স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে পর্যটন স্পট ইনানি পাথুরে সী বিচের শিক্ষা সফরে আগত শিক্ষার্থীদের পাঠ গ্রহণের সাথে সাথে প্রাকৃতিক জীব বৈচিত্র সম্পর্কে জানবে। শিক্ষার্থীদের জন্য এ ধরণের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।
স্বাগত বক্তব্যে রামু ট্যালেন্টস স্কুলের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল আলম চৌধুরী বলেন, শিশু শিক্ষার্থীদের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পাথুরে সী বীচের পরিচিতি ও প্রাকৃতিক বৈচিত্রতার সাথে পরিচয় ঘটাতে শিক্ষা সফরে উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে নিয়ে আসা হয়। এতে শিশু শিক্ষার্থীরা আনন্দ পায়, উৎফুল্ল হয়ে উঠে।
শিক্ষা সফর উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব হোছাইন আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অভিভাবক আবুল কালাম আজাদ, মাহাবুব উল আলম কাজল, হাছান আজিজ, জসিম উদ্দিন, মনোয়ারা ইসলাম নেভী, রেহেনা পারভিন, তাহেরা আকতার, এখাই রাখাইন, মুরাদ সুলতান, খোরশেদ জুয়েল চৌধুরী, রহমত উল্লাহ, কায়সার কামাল শিমুল, এস এম আলমাজি, শিক্ষক সালমা হাবিবা ডেজি, রেফাইতুল মান্নান, সাংবাদিক আল মাহমুদ ভূট্টো, ওবাইদুল হক নোমান, শাহ আলম।
অনুষ্ঠানে আকর্ষনীয় পর্ব ‘মিউজিক বলছুট প্রতিযোগী’য় মহিলাদের মধ্যে অভিভাবক রোকেয়া বেগম বেবি প্রথম, সাহেদা বেগম দ্বিতীয়, শিক্ষক সাবিনা ইয়াসমিন তৃতীয় স্থান এবং পুরুষদের মধ্যে সাংবাদিক খালেদ শহীদ প্রথম, অভিভাবক মোহাম্মদ ফেরদৌস বাদল দ্বিতীয়, আবদুল্লাহ আল মামুন বাবুল তৃতীয় স্থান অধিকার করে। র‌্যাফেল ড্র’র প্রথম পুরুষ্কারটি জিতে নেয় স্ট্যান্ডার্ড ফোরের ছাত্রী আনিশা কাউরিন জেকি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংবাদিক সোয়েব সাঈদ। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন, রামু ট্যালেন্টস স্কুলের উপাধ্যক্ষ খালেদ শহীদ, সাংবাদিক সোয়েব সাঈদ, শিক্ষক সুবি বড়ুয়া, সাবিনা ইয়াসমিন, সাফিয়া ফারজানা রাফি, আইরিন হক, মোহাম্মদ আইয়ুব।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...