রামু নিউজ ডেস্ক :
আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দুই দিনের সফরে আগামী শুক্রবার (২ মার্চ) বান্দরবান আসছেন। এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সহ কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এ উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ কাজী মজিবুর রহমান সংবাদ সম্মেলনে জানান, ২ মার্চ বিকেলে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বান্দরবান আসবেন। দলীয় নেতা-কর্মীরা বান্দরবান প্রবেশ মুখে কেরানীহাটে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেবে। বিকেলে তিনি শহরে বান্দরবান ক্লাব মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। পরের দিন তিনি বান্দরবানের পর্যটন কেন্দ্রী নীলগিরিসহ কয়েকটি পর্যটন স্পট পরিদর্শন করার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি প্রকাশ বড়–য়া, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মিলন পাল উপস্থিত ছিলেন।
এদিকে দলের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী একজন নেতার বান্দরবান আগমন উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তারা তাদের মনের কথা প্রাণখুলে বলার সুযোগ পাবে বলে অনেকে আশা করছেন।