বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

গুজব ছড়ানোর দরকার নেই, খুনি ধরা পড়বেই : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব বার্তা পরিবেশক সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, গুজব ছড়ানোর কোন দরকার নেই। আমাদের ওপর বিশ্বাস রাখুন। খুনি যে-ই হোক তাকে ধরা পড়তেই হবে। আমরা জড়িতদের খুঁজে বের করতে চেষ্টা করছি। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের প্যারেড পরিদর্শন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুসতাক আহমদ, কোস্টগার্ডের মহাপরিচালক কাজী সারোয়ার হোসেন প্রমুখ। এ সময় সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা অপেক্ষা করুন। যেকোন সময় সুখবর শুনতে পারবেন। তদন্ত কাজে অগ্রগতি হয়েছে। গোয়েন্দা টিম পুরোদমে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে তিনি তদন্তের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনার গুরুত্ব বোঝানোর জন্য আমাকে এটা বলতে হয়েছিল। নতুন করে আমি আর সময় বেঁধে দিতে চাচ্ছি না। এ সময় তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা বলেন। এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়ার ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত কাজ যেন দ্রুত হয় সে জন্য সময় বেঁধে দিয়েছিলেন। আপনারা এ ব্যাপারে আইজিরও বক্তব্য শুনেছেন। তদন্ত কাজ চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না। উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি সমুদ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী আধাসামরিক বাহিনী হিসেবে কোস্টগার্ড আত্মপ্রকাশ করে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...