বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

সংসদ সদস্য পদ হারাচ্ছেন জাপার আবুল কাশেম


বার্তা পরিবেশক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে সংসদ সদস্যপদ হারাতে যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) নেতা আবুল কাশেম। ২০০৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সংসদ সদস্য কাশেমের আপিলের আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। খারিজের আদেশে আদালত বলে, 'আপিল ডিসমিস'। আদালতে আবুল কাশেমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। ওই আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বিএনপির প্রার্থী মাহমুদুল হাসানের পক্ষে লড়েন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। আদালতের আদেশের পর আমীর-উল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালত আবুল কাশেমের আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে মাহমুদুল হাসানকে সংসদ সদস্য ঘোষণায় হাইকোর্টের রায় বহাল থাকল। উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী আবুল কাশেম লাঙল প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। ৭২ হাজার ৮০৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন মাহমুদুল হাসান। কাশেমকে ঋণখেলাপি দাবি করে নির্বাচনের পর হাইকোর্টে আবেদন করেন মাহমুদুল। ২০০৯ সালের ১৫ ডিসেম্বর দেয়া রায়ে হাইকোর্ট কাশেমের সংসদ সদস্যপদ বাতিল করে জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ আসনে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। কিন্তু কাশেমের আবেদনে পরে ওই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে তাকে নিয়মিত আপিল করতে বলে সুপ্রিম কোর্ট। কাশেম আদালতের নির্দেশে আপিল আবেদন করলে আদালত গতকাল তা খারিজ করে দিয়েছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...