বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

কক্সবাজারে ৩৭ লক্ষাধিক টাকার হেরোইনসহ আটক ১


কালাম আজাদ, ১৪ ফেব্র“য়ারি, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী স্টার লাইনের একটি গাড়ীতে তল্লাশী চালিয়ে ১ কেজি ৮শ ৬০গ্রাম হিরোইনসহ ইব্রাহিম সুমন (২৫) নামের এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। ১৪ ফেব্র“য়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় টেকনাফ ১৭ বিজিবি ও ৪২ বিজিবির যৌধ টইল গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকা থেকে এসব হিরোইনসহ তাকে আটক করে। ১৭ বিজিবি কক্সবাজারের অপারেশন অফিসার মেজর এম এ রাকিব জানিয়েছে. ঢাকা থেকে কক্সবাজারগামী স্টার লাইনের ঢাকা মেট্ট্রো ব -১৪-৬৩৫৪ নাম্বারের বাসযোগে হিরোইন চালান কক্সবাজারের উদ্দেশ্য আসছে এমন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ১ কেজি ৮শ’ ৮৬০ গ্রাম হিরোইনসহ ইব্রাহিম সুমনকে আটক করা হয়েছে। আটককৃত ইব্রাহিম সুমন ফেনীর ফাজিলপুর গ্রামের মোহাম্মদ দুলাল আহম্মেদের ছেলে এবং আটককৃত হেরোইনের মূল্য আনুমানিক সাইত্রিশ লক্ষ বিশ হাজার টাকা ধরা হয়েছে। এ দিকে ৪২ বিজিবি টেকনাফের অধিনায়ক লে.কর্ণেল জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ দিকে সকাল ১১ টায় ধৃত ইব্রাহিম সুমনকে হেরোইনসহ কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...