বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

বঙ্গোপসাগরে ভেসে যাওয়ার সময় দক্ষিণ আফ্রিকার পর্যটক উদ্ধার

রামু নিউজ ডটকম>> বঙ্গোপসাগরে গোসল করার সময় স্রোতের টানে ভেসে যাওয়া এক বিদেশী পর্যটককে উদ্ধার করেছে রবি লাইফ গার্ড কর্মীরা। আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় লাবণী পয়েন্ট সৈকতে এই ঘটনা ঘটে।রবি লাইফগার্ডের ইনচার্জ ছৈয়দ নূর জানান, দক্ষিণ আফ্রিকার এক নাগরিক সাগরে গোসল করার সময় স্রোতের টানে হারিয়ে যেতে থাকলে রবি লাইফ গার্ডকর্মীরা সাগরে সাঁতার কেটে বিপন্ন পর্যটককে উদ্ধার করে। উদ্ধারপ্রাপ্ত পর্যটকের নাম মোহাম্মদ কামাল (২৭)। তিনি দক্ষিণ আফ্রিকার ফিজি দ্বীপের মোহাম্মদের পুত্র। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...