বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের রামজাদি উদ্বোধন ধর্মদেশনায় মানুষের ঢল

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে: বান্দরবানের বিখ্যাত ও আলোচিত রামজাদি বুদ্ধুধাতু ও বুদ্ধে সপ্ত মহাস্থান স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্থাপনার উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এবং পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এম.পি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবানের নবাগত জেলা প্রশাসক তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল ইসলাম, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জামানসহ তিন পার্বত্য জেলার বৌদ্ধ ধর্মাবলম্বী ও জাদির ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার বান্দরবান সদর সংলগ্ন হদা বাবুর ঘোনা এলাকায় প্রতিষ্ঠিত রাজজাদি প্রাঙ্গনে এই বিশাল অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রামজাদির প্রধান উদ্যোক্তা ও বৌদ্ধ ধর্মীয় গুরু উচহ্লা ভান্তে আগত ভক্তদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন। এসময় উচহ্লা ভান্তে বলেন, মহামানব গৌতম বুদ্ধের অনুসারীরা সারাবিশ্বে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করে আঁকড়ে রয়েছেন আজও। হানা-হানি, ভেদাভেদ বুলে গিয়ে সকল সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি ধর্মীয় অনুশাসন এবং মানবকল্যাণে শামিল হয়ে একযুগে কাজ করলে সর্বক্ষেত্রে শান্তি নিশ্চিত হতে পারে। ধর্মদেশনা অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী হ্জাার হাজার নারী-পুরুষের সমাবেশ ঘটে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...