বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

কাজী রকিব উদ্দিন নতুন সিইসি

ঢাকা, ৮ ফেব্রুয়ারি: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধান নির্বাচন কমিশনার পদে সাবেক সিএসপি কর্মকর্তা কাজী রকিব উদ্দিন আহমেদকে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছারউদ্দিন ভূঁঞা প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ২০০৩ সালে কাজী রকিব শিক্ষা সচিব হিসেবে
অবসরে যান। এর আগে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন কর্পোরেশনে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ১৯৬০ এর দশকের শেষ দিকে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। নতুন নির্বাচন কমিশন গঠনের সুপারিশে কাজী রকিব ছাড়াও আরেক সাবেক সচিব আলী ইমাম মজুমদারের নাম প্রস্তাব করেছিল রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দেয়। এতে কমিশনারের চারটি পদে আটজনের নাম রাখা হয়। এদের মধ্যে এক জন নারী। সার্চ কমিটির সুপারিশে কমিশনার পদে যাদের নাম এসেছে তারা হলেন- বেসরকারি সংস্থা ব্রতীর (এনজিও) প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদ, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ ও শাহ মো. মনসুরুল হক, সাবেক যুগমসচিব আব্দুল মোবারক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী, হাদিস উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের সাবেক নিবন্ধক ফজলুল করিম এবং অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মো. শাহনেওয়াজ। এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ এ মাসেই শেষ হওয়ায় রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে জানুয়ারিতে সার্চ কমিটি গঠন করেন। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন এই কমিটির সাচিবিক দায়িত্ব পালনে সহায়তা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির অন্য তিন সদস্য হলেন- হাই কোর্টের বিচারপতি মো. নুরম্নজ্জামান, পিএসসি চেয়ারম্যান এ টি আহমদুল হক চৌধুরী ও মহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম। বার্ত২৪ ডটনেট/

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...